বনগাঁয় বোমা ফেটে বালকের মৃত্যু, শৌচালয়ে পা দিতেই মারাত্মক বিস্ফোরণ ঘটল

এখনও পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলা থেকে একাধিক বোমা উদ্ধার হয়েছে। এমনকী বোমাবাজির ঘটনাও ঘটেছে। তবে এবার পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যে আবার বিস্ফোরণের ঘটনা ঘটল। বনগাঁয় আজ, সোমবার বোমা ফেটে ১১ বছরের বালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। বালকের মৃত্যু হওয়াতে স্থানীয় মানুষজন ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন।

ঠিক কী ঘটেছে বনগাঁয়?‌ স্থানীয় সূত্রে খবর, আজ সোমবার সকালে বনগাঁর বক্সি পল্লীতে এমন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখানে বনগাঁ ১ নম্বর রেলগেটের কাছে শৌচাগারে বোমা বিস্ফোরণ হয়েছে। তাতেই আলোড়ন পড়ে গিয়েছে। এমনকী বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন। এখানে শৌচাগারে বোমা রাখা ছিল বলে অনুমান করা হয়েছে। এই বোমা বিস্ফোরণে মৃত বালকের নাম রাজু রায়চৌধুরী। মৃত বালক, বনগাঁর সুভাষ পল্লির বাসিন্দা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। বোমা বিস্ফোরণে ক্ষুব্ধ বাসিন্দারা।

আর কী জানা যাচ্ছে?‌ এদিন সকালে শৌচকর্ম করতে বাড়ির শৌচালয়ে গিয়েছিল ওই বালক। কিন্তু সে জানত না এমন কিছু ঘটবে। বোমা রাখা আছে সেটাও ওই বালকের অজানা ছিল। কিন্তু শৌচাগারের অন্দরেই ওই বোমা রাখা ছিল। যা বিকট শব্দে বিস্ফোরণ হয়। তাতে রক্তাক্ত হয়ে পড়ে ওই বালক। বিস্ফোরণের পর ওই অবস্থাতেই তড়িঘড়ি বালককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর তাতেই তেতে উঠেছে গোটা এলাকা। কারা এমন কাজ করল?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

তারপর ঠিক কী ঘটল?‌ আজ বাবার সঙ্গে কাজ শিখতে যাওয়ার কথা ছিল বালক রাজুর। একটি গাড়ির গ্যারাজে কাজ শিখছিল রাজু। সেখানে আর তার যাওয়া হয়ে ওঠেনি। এই ঘটনা নিয়ে রাজুর বাবা সংবাদমাধ্যমে বলেন, ‘‌শৌচালয় থেকে আগেই বেরিয়ে গিয়েছিলাম। ছেলেকে বলে যাই একটি খাবার দোকানে খেয়ে কাজে যেতে। পরে ছেলের খাবারের টাকাও দিয়ে দিই দোকানটিতে। কিন্তু সেখানে আসছে না দেখে ফিরে যাই ছেলেকে নিয়ে আসতে। তখনই দেখি রাজু শৌচালয়ের সামনের ফাঁকা জমির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup