Border: মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতার কেটে ভারতে ঢোকার চেষ্টা, বিএসএফের গুলি, মৃত্যু যুবকের

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জামালদহ গ্রাম পঞ্চায়েতের সরকারপাড়া। সেখানে কাঁটাতারের বেড়া কেটে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ। প্রায় ১৫-২০ জন ওই দলে ছিল বলে খবর। এদিকে সীমান্তে কড়া পাহারা বিএসএফের। সেই সময় কাঁটাতারের বেড়া কেটে দুষ্কৃতীরা ভারতে ঢোকার চেষ্টা করেছিল বলে অভিযোগ। এরপরই তাদের চ্যালেঞ্জ করে বিএসএফ। এমন সময় ওই দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ।

আর তখনই বিএসএফ গুলি চালায় । সেই গুলিতেই এক যুবকের মৃত্য়ু হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে যায়। পরে মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে খবর, এক যুবকের মৃত্য়ু হয়েছে। সম্ভবত সে বাংলাদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে। বিএসএফের উপর ওই দুষ্কৃতীরা হামলা চালিয়েছিল বলে অভিযোগ। তারপরই গুলি চালানো হয় বলে জানা গিয়েছে।

এদিকে সীমান্ত এলাকার বাসিন্দারা রাতেই গুলির শব্দ শুনেছিলেন। পরে সকালে তারা জানতে পারেন রাতেই সীমান্তে গুলির লড়াই হয়েছিল। তখনই মৃত্য়ু হয় যুবকের।

তবে স্থানীয় সূত্রে খবর, এবারই প্রথম নয়, কোচবিহারের সীমান্ত পথে বিগত দিনে নানা ধরনের পাচারের অভিযোগ। কুয়াশার মধ্য়ে গরু পাচারের ভুরি ভুরি অভিযোগ উঠত বিগত দিনে। তবে পরবর্তী সময়ে সেই অভিযোগ ধীরে ধীরে কমে। তবে রবিবার রাতে কেন তারা সীমান্তের কাঁটাতার কাটার চেষ্টা করেছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে সূত্রের খবর, কোচবিহারের কিছু এলাকায় বিশেষত জারিধরলা, দরিবস এলাকায় খোলা সীমান্তও রয়েছে। সেখানে নদী পথে সীমান্ত রক্ষী বাহিনী নজরদারি চালায়। তবে বর্তমানে সীমান্ত পথে পাচারের অভিযোগ আগের তুলনায় অনেক কমেছে বলে খবর। তবে এদিন কি তবে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা হচ্ছিল?