Calcutta High Court: রাজ্যপালের উপাচার্য নিয়োগের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা

রাজ্য – রাজ্যপাল দ্বৈরথ এবার পৌঁছল আদালতের দোরগোড়ায়। রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগের ক্ষমতাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হন জনস্বার্থ মামলা। এই মামলায় রাজ্য সরকারকেও পক্ষ করা হয়েছে। আগামী সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।

সম্প্রতি রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের দাবি, তাদের অনুমতি না নিয়েই একতরফা ভাবে উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল যা অবৈধ। পালটা রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, পরামর্শ করা মানে অনুমতি নেওয়া নয়। এর পর রাজ্যপাল যাদের উপাচার্য হিসাবে নিয়োগ করেছিলেন তাঁদের ছুটিতে চলে যেতে বা পদ প্রত্যাখ্যান করতে অনুরোধ করেছিলেন ব্রাত্য বসু। কিন্তু শিক্ষামন্ত্রীর আবেদন সাড়া না দিয়ে ১০ জনই উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। এবার রাজ্যপালের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক অবসরপ্রাপ্ত শিক্ষক।

এর আগে প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেও কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। কিন্তু সেই মামলায় কর্ণপাত করেনি আদালত। রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগের আগে পর্যন্ত রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয় ছিল উপাচার্যহীন।