Dilip Ghosh: সরকার পড়ে যাবে সেই ভয়ে কোথাও যেতে পারছেন না মমতা: দিলীপ ঘোষ

কখন সরকার পড়ে যায়, সেই আতঙ্কে সিদ্ধান্ত নিতে পারবেন না মুখ্যমন্ত্রী। সোমবার বারাসতে এক দলীয় কর্মসূচিতে যোগদান করতে এসে এমনই বললেন বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে তিনি বলেন, রাজ্যে যে ভাবে লাগাতার বোমা বিস্ফোরণ হচ্ছে তাতে কি পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী?

এদিন দিলীপবাবু বলেন, ‘বিরোধী বৈঠক বাতিল, পাহাড়যাত্রা বাতিল, ওনার খালি ভয় কখন সরকারটা পড়ে যাবে। কোন নেতা ভেতরে চলে যাবে। তাই কোথাও যেতে পারছেন না। ভাইপোকে পাঠিয়েছেন, তিনিও তাল পাচ্ছেন না। এর পর উনি কী করবেন সেই সিদ্ধান্ত নিতে পারবেন না’।

বনগাঁয় বোমা বিস্ফোরণ নিয়ে তিনি বলেন, ‘রাজ্যে একের পর এক বোমা বিস্ফোরণে নীরিহ মানুষ মারা যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইপো রেলমন্ত্রীর পদত্যাগ চাইছেন। আর রাজ্যে যে এত মানুষ বোমা বিস্ফোরণে মারা গেলেন সেজন্য মুখ্যমন্ত্রী কি ইস্তফা দেবেন? দেবেন না। কারণ উনি ক্ষমতায় থাকতে রাজনীতি করেন।’

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটকানো নিয়ে তিনি বলেন, ‘এদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাই বাইরে যেতে বারণ করেছে। গেলে তথ্য পাচার হতে পারে। গেলে আবার এলে সমস্যা। সোনা দানা নিয়ে আসেন। সন্দেহের মধ্যে আছেন।’