কোচবিহারের রাজাকে অপমান করেছেন সুশীল মোদী, দাবি তৃণমূলের, সাফাই বিজেপি নেতার

কোচবিহারে এসে রাজা মহারাজেরদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে বললেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী। অবশেষে বিরোধীদের চাপে মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে দাবি করলেন সুশীল মোদী। তৃণমূলের অভিযোগ, কোচবিহারের রাজা মহারাজাদের অপমান করেছেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। এরপরেই সাংবাদিক সম্মেলন করে সুশীল মোদী বলেন, তিনি কখনই এভাবে মন্তব্য করেননি। পুরো ভিডিয়োটা দেখলেই তা স্পষ্ট হয়ে যাবে। তিনি দাবি করেন, তাঁর কথার ভুল ব্যাখা করা হয়েছে। তিনি কোনওভাবেই রাজা, মহারাজাদের অপমান করার মানসিকতা রাখেন না।

মঙ্গলবার একদিনের কোচবিহার সফরে এসছিলেন বিহারের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী সুনীল মোদী। এদিন কোচবিহারের বিভিন্ন স্থাপত্য ঘুরে দেখেন তিনি। কোচবিহার রাজবাড়িও ঘুরে দেখেন। এরপরেই রাজবাড়ির সামনে দাঁড়িয়ে রীতিমতো কোচবিহারের প্রজাবৎসল মহারাজাদের বিতর্কিত মন্তব্য করেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘রাজ আমলে রাজা মহারাজারা গরীব সাধারণ মানুষের পয়সায় নিজের রাজবাড়ি তৈরি করেছেন।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘প্রজাদের কাছ থেকে জোর জবরদস্তি করে ট্যাক্স নিয়ে নিজেদের শান শওকত বজায় রাখতেন রাজারা।’ বাঘ, হাতি কমে যাওয়ার পিছনে রাজাদের ভূমিকা ছিল বলেও তিনি মন্তব্য করেন। এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, রাজারা এইসব শিকার করে বেড়াতেন।

এদিকে, সুশীল মোদীর এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়ে ওঠে কোচবিহারের মানুষ। পাশাপাশি কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব সরাসরি সাংবাদিক বৈঠক করে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। কোচবিহার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক দাবি করেছিলেন, কোচবিহার ছাড়ার আগে ক্ষমা চাইতে হবে সুশীল মোদীকে। তা না হলে ভয়ঙ্কর আন্দোলন হবে কোচবিহারে। সুশীল মোদীর পাশে থেকে যারা চুপ ছিলেন জেলার সেই দুই বিধায়ক, কাউকেই ছেড়ে কথা বলা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। অভিজিৎ বাবু আরও বলেন, কোচবিহারের মানুষের কাছে ক্ষমা না চাইলে বিজেপির বিরুদ্ধে শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয় গোটা কোচবিহার একত্রিত হয়ে কোচবিহারের সম্মানের জন্য লড়াই করে যাবেন। আর এই লড়াই ভয়ঙ্কর আকার ধারণ করবে। এরপরেই সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেতা।

তিনি জানান, যেভাবে তাঁর বক্তব্যকে ব্যাক্ত করা হচ্ছে সম্পূর্ণ ভিডিয়ো দেখলেই সেবিষয়ে স্পস্ট হওয়া যাবে। তিনি জানান, বিভিন্ন জায়গার মহারাজারা কর তুলে এসব করতেন। এই প্রসঙ্গে তিনি বিহারের মহারাজাদের কথা বলেছেন, কোচবিহারের রাজাদের সম্পর্কে বলেননি। তিনি আরও বলেন, ‘এখানকার মহারাজারা ছিলেন প্রজা বৎসল। তিনি সেই খানে কখনই এই ধরনের মন্তব্য করতে চান নি।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup