Mamata Banerjee: ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কোন তহবিল থেকে অর্থ সাহায্য, খোলসা করলেন মমতা

ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য নির্মাণ শ্রমিকদের কল্যাণ তহবিল থেকে দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে শ্রম মন্ত্রক থেকে রাজ্য সতর্ক করে চিঠিও পাঠানো হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার নবান্নে টাকা কোথা থেকে দেওয়া হচ্ছে তা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতরের তহবিল থেকে। মমতা বলেন, ‘আমি সাহায্য করেছি। কোথা থেকে সাহায্য করছি সেটা না দেখে ওদের আম-জাম খেতে বলুন। তবু আপনাদের জানিয়ে রাখার জন্য বলি, এটা বিপর্যয় মোকাবিলা দফতর থেকে করা হয়েছে।’ তবে তিনি এটা শ্রম দফতর থেকেও করতে পারতেন।কেন তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘কারণ, পরিযায়ী শ্রমিকদের টাকা শ্রম দফতরের অধীন। সরকার কোন ফান্ড থেকে টাকা দেবে সরকারই ঠিক করবে। সবটাই সরকারের টাকা।’

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য,”এ’ থেকে করব, না কি ‘বি’ থেকে করব, নাকি ‘সি’ থেকে করব, সবটাই সরকারের ব্য়াপার। আমাদের এ সব জিজ্ঞাসা না করে ওদের প্রশ্ন করুন। এত বড় দুর্ঘটনার পর বড় বড় কথা বলছে কী ভাবে? মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকুক।

প্রসঙ্গত করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আহতদের এক লক্ষ টাকা। অল্প আহতদের ৫০ হাজার টাকা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নেতাজি ইন্দোরে এই টাকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

এর আগে বিরোধী দলনেতা টুইট করেন, ‘বগটুই ঘটনার পর মিড–ডে মিলের তহবিল থেকে ক্ষতিপূরণের টাকা মিটিয়েছিল রাজ্য সরকার। বারবার কেন নির্দিষ্ট তহবিলের টাকা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে?‌ কেন মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে না?’ সাংবাদিক বৈঠকে তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী।