Virgin Mother: সঙ্গী নেই, তবু ১ ডজন ডিম পাড়ল স্ত্রী কুমির, কোন‌ ভেলকিতে ঘটল এমন

একাই একটা কুমিরশালায় দিন কাটাতে হয় তাকে। সঙ্গে কোনও সঙ্গী সাথী নেই‌। কিন্তু তারপরেও ঘটে গেল চমকে দেওয়ার মতো ঘটনা। ২০১৮ সালে সেই স্ত্রী কুমির একসঙ্গে এক ডজনেরও বেশি ছানার জন্ম দিয়েছিল। কীভাবে সম্ভব হল এই চমকে দেওয়ার মতো ঘটনা? তা নিয়ে রীতিমতো গবেষণাও শুরু হয়। পাঁচ বছর পর সম্প্রতি সেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে জার্নাল বায়োলজি লেটারসে। বুধবার প্রকাশিত ওই গবেষণাপত্রে কুমিরের এমন ছানা জন্ম দেওয়ার ঘটনাকে বলা হয়েছে পার্থেনোজেনেসিস। কুমারী অবস্থাতেই গর্ভধারণের ঘটনাকেই বিজ্ঞানে পার্থেনোজেনেসিস বলে। প্রকৃতপক্ষে, যৌন মিলন ছাড়া শিশুর জন্ম হলে তাকে এই নামে ডাকা হয়। আর জন্মানো শিশুদের বলা হয় পার্থেনোজেন।

আরও পড়ুন: ব্রেন টিউমার কেন হয়? ভুল ধারণা ভেঙে দিলেন চিকিৎসক, সাবধান হওয়ার রাস্তাও বললেন

আরও পড়ুন: চাঙ্গা থাকবেন ৬০ পেরিয়েও, আজ থেকেই রোজ ৫ কাজ করুন

তবে এই ঘটনা বিজ্ঞানে খুব নতুন কিছু নয়। বিজ্ঞানীদের কথায়, পার্থেনোজেনেসিস কিং কোবরা, ক্যালিফোর্নিয়া কনডরস, সফিশেও দেখা যায়‌। তবে কুমিরের মধ্যে এমন ঘটনা এই প্রথম দেখা গেল বলেই জানাচ্ছেন ওই গবেষকরা‌। প্রাগৈতিহাসিক যুগ থেকে দেখলে টেরোসর ও ডাইনোসরের সঙ্গে কুমিরের‌ সাদৃশ্য পাওয়া যায়। বিজ্ঞানীদের ধারণা, ওই দুই জীবগোষ্ঠীর মধ্যেও পার্থেনোজেনেসিস হত। অর্থাৎ কোনও পুরুষ সঙ্গী ছাড়াই স্ত্রীরা সন্তানের জন্ম দিত। প্রসঙ্গত, এই বিশেষ প্রসব প্রক্রিয়ায় সন্তানের মধ্যে শুধু মায়ের জিনই থাকে। ফলে মায়ের গুণগুলিই ফুটে উঠবে ছানা কুমিরের মধ্যে। 

তবে হঠাৎ কুমির এভাবে সন্তান প্রসব করল কেন? নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞানীদের ধারণা, যখন অন্য কোনও উপায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন এই উপায়টাই শরীর বেছে নেয়‌। কুমিরের মধ্যে এমন ঘটনা এর আগে না ঘটলেও শরীর নিজের মতো করেই অবস্থার সঙ্গে মানিয়ে নিয়েছে বলে ধারণা বিজ্ঞানীদের। কোস্টা রিকার ওই কুমিরটির ১৪টি ডিমের মধ্যে ৭টি ঠিকমতো পরিবেশের সৃষ্টি মানিয়ে নিতে পেরেছে। আপাতত তাদেরই দেখাশোনা করছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ। তবে এখানেই ছিল আরেক আবাক করা ঘটনা। সাধারণত পাড়ার কিছু দিন ডিম নিজে থেকে ফেটে যায়। বেরিয়ে আসে ছানা। কিন্তু এই‌ ডিমগুলির ক্ষেত্রে তা হয়নি। দীর্ঘ তিন মাস অপেক্ষার পর চিড়িয়াখানার কর্মীরাই তা ফাটিয়ে ছানাগুলিকে বার করেন। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup