Viral post: চাকরি পেতে হলে খেতে হবে নিরামিষ, কড়া শর্ত দিল সংস্থা, কী হল তার পরে

কাজের জায়গা হলেই দেখা যাবে নানারকম কড়াকড়ি রয়েছে সেখানে। যে সংস্থাতেই কাজ করতে হোক, সেখানে কিছু নিয়ম থাকবেই। সেই নিয়ম না মেনে চললেই নানারকম সমস্যার মধ্যে পড়তে হয়। তবে মাঝে মাঝে কিছু উদ্ভট নিয়মের ফাঁদেও পড়তে হয় কর্মীদের। তেমনই একটি নিয়মের কথা রীতিমতো ভাইরাল হয়ে গেল হমাজ দুনিয়ায়। একটি কর্মক্ষেত্রে যোগ দেওয়ার আগেই সেই কর্মক্ষেত্রের বিভিন্ন নিয়ম সম্পর্কে কর্মীকে অবগত করা হয়। এই বাবদ একটি বিশেষ চিঠিও পাঠানো হয় সংশ্লিষ্ট কর্মীকে। সেই চিঠিতেই দেখা যায় এক উদ্ভট নিয়মের উল্লেখ। সম্প্রতি রেডিট সমাজ মাধ্যমে ওই নিয়মাবলির একটি ছবি শেয়ার করা হয়। তাতেই দেখা যায়, সংস্থার একটি বিশেষ নিয়ম মেনে চলতে হবে কর্মীকে। 

আরও পড়ুন: ছোটদেরও ব্রেন টিউমার হওয়ার আশঙ্কা রয়েছে, কোন কোন লক্ষণ দেখে সতর্ক হবেন

আরও পড়ুন: সঙ্গী নেই, তবু ১ ডজন ডিম পাড়ল স্ত্রী কুমির, কোন‌ ভেলকিতে ঘটল এমন

কী ছিল সেই নিয়ম? কীসের জেরে ভাইরাল হল সেটি? দেখা যায়, নিয়মাবলির ওই পাতায় লেখা, সংস্থাটির বিভিন্ন কর্মক্ষেত্র কঠোরভাবে নিরামিষাশী সংস্কৃতি মেনে চলে। ফলে সেখানে চাকরি করতে হলে কর্মীকেও নিরামিষাশী হতে হবে। অফিস সময়ের বাইরে বা অফিস থেকে দূরে থাকাকালীন তিনি নিজের মতো আমিষ খাবার খেতেই পারেন‌। কিন্তু অফিসের মধ্যে আমিষ খাবার খাওয়া তো দূর, আনাই যাবে না। বলাই বাহুল্য, নিয়ম ভাঙলে সংস্থার তরফে কড়া ব্যবস্থাও নেওয়া হতে পারে। তবে কর্মীদের খাওয়াদাওয়া নিয়ে এমন বাধানিষেধ কেন, সে নিয়ে অনেকেই সরব হয়েছেন। নেটিজেনদের একাংশ এমন নিয়মের সমালোচনাও করেন। সংস্থার তরফে বলা হয়, অফিসে বসে খাওয়ার জন্য নিরামিষ খাবারই আনতে হবে। এমনকী দুধ খেলেও তা উদ্ভিজ্জ দুধ হতে হবে, প্রাণীজ দুধ নয়‌। এই শর্ত মেনে চলতে পারলেই চাকরি নিশ্চিত হবে বলেও জানানো হয় সংস্থার তরফে। 

স্বাভাবিকভাবেই সংস্থার এমন নিয়মকানুন দেখে নেটিজেনদের একাংশ খেপে গিয়েছেন। চাকরি করতে গেলে নিজের ইচ্ছে অনিচ্ছেও কী কী বিসর্জন দিতে হবে, সে নিয়ে প্রশ্ন ওঠে। তবে কেউ কেউ আবার সংস্থার পক্ষেই গলা তুলেছেন। তাদের কথায়, নিশ্চয়ই ওটা কোনও পশু দেখভালের সংস্থা। পশুদের কথা ভেবেই সেখানে আমিষ খাবার নিয়ে ঢুকতে বারণ করা হয়েছে। এছাড়াও কেউ কেউ তুলে আনেন ছোঁয়াছুঁয়ি প্রসঙ্গ। আমিষের ছোঁয়াছুঁয়ি এড়াতেই নাকি সংস্থা এই নিয়ম জারি করেছে। এমনটাই মনে করেন অনেক নেটিজেন। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup