Loksabha elections: দুয়ারে লোকসভা,পরিবার বড় করতে মরিয়া NDA, কাদেরকে শরিক করছে BJP, জানলে চমকে যাবেন

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি তাদের মতো করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে। এদিকে বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করার জন্য উদ্যোগ শুরু হয়েছে। আগামী ২৩ জুন বিহারের রাজধানী শহর পটনায় নীতীশ কুমারের ডাকে বড় মিটিং হতে পারে বলে খবর। তবে হাত গুটিয়ে বসে নেই এনডিএ।

তবে কর্নাটকের ভোটে পরাজিত হওয়ার পরে এনডিএকে শক্তিশালী করার জন্য বিজেপিও কার্যত উঠেপড়ে লেগেছে। আপাতত চেষ্টা হচ্ছে এনডিএ থেকে যারা অতীতে বেরিয়ে গিয়েছিল তাদের আবার শরিক হিসাবে কাছে পেতে। 

হিন্দুস্তানের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিজেপির বিশেষ সূত্র জানাচ্ছে কর্নাটকে জনতা দল সেকুলার, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার তেলেগু দেশম পার্টি, পঞ্জাবের শিরোমণি আকালি দল সহ একাধিক পার্টির সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করছে বিজেপি। অন্যদিকে মহারাষ্ট্রে একনাথ শিন্ডের শিবসেনা ও তামিলনাড়ুতে এআইএডিএমকের সঙ্গে কথা প্রায় পাকা হয়ে গিয়েছে। 

অন্যদিকে উত্তরপ্রদেশ ও বিহারে একাধিক ছোট রাজনৈতিক দলের সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে এনডিএ। 

অন্যদিকে সম্প্রতি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঞ্চলিক দলগুলিকে এনডিএর শরিক করার জন্য উদ্যোগী হতে পরামর্শ দিয়েছিলেন। বিজেপি নেতৃত্ব মোদীর এই পরামর্শ সাদরে গ্রহণ করেন। 

আসলে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছিল অপেক্ষাকৃত ছোট দল এনডিএ ছেডে় বেরিয়ে যায়। এরপরই জাতীয় রাজনীতিতে রটে যায় বিজেপি নাকি ছোটদলকে তাদের শরিক হিসাবে চায় না। তবে এবার বিজেপি সেই ইমেজটা মুছে ফেলতে চাইছে। 

যেমন কৃষি আইন নিয়ে মতবিরোধের জেরে পঞ্জাবের আকালি দল এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়েছিল। তবে এবার বিজেপি চাইছে ফের আকালি দলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে। কারণ জলন্ধর লোকসভা উপনির্বাচনে দেখা গিয়েছে আপ সেখানে ৩৪.১ শতাংশ ভোট পেয়েছে। আর সেখানে আকালি দল পেয়েছে ১৭.৯ শতাংশ ও বিজেপি ১৫.২ শতাংশ ভোট। 

অন্যদিকে কর্নাটকেও জেডিএসের মন পেতে মরিয়া বিজেপি। কর্নাটকে মূলত ভোক্কালিগা ভোটকে নিজেদের দিকে আনতে মরিয়া বিজেপি। তারই চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। অন্যদিকে টিডিপির সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে বিজেপি। ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডু ও অমিত শাহের সঙ্গে একপ্রস্থ কথাবার্তা হয়েছে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup