Panchayat election 2023: এক জায়গায় ৩ টির বেশি সভা নয়, পঞ্চায়েত প্রচারের একাধিক বিধি কমিশনের

পঞ্চায়েত নির্বাচনের মনোনয় পর্ব শুরু হয়ে গিয়েছে শুক্রবার থেকে। এরই মধ্যে প্রচার নিয়ে একাধিক বিধি-নিষেধ জারি করল রাজ্য নির্বাচন কমিশন। কোন কোন শর্ত মানলে রাজনৈতিক দলগুলির মিটিং-মিছিলে অনুমতি দেওয়া হবে, রাজ্যের সব পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের সেই নির্দেশ পাঠানো হয়েছে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোনও মোটরবাইক ও সাইকেল ‍র‍্যালি করা যাবে না। আপত্তিকর কোনও সামগ্রী নিয়ে সভা ও মিছিলে যাওয়া যাবে না। একটি থানা এলাকায় কোনও রাজনৈতিক দল বা প্রার্থী দিনে সর্বাধিক তিনটি সভা করতে পারবেন। মিটিং-মিছিলের জন্য অন্তত তিনদিন আগে থেকে থানার অনুমতি চেয়ে আবেদন জানাতে হবে। যে দল আগে আবেদন করবে, তারই অগ্রাধিকার পাবে। ওসি এই সংক্রান্ত তথ্য রেজিস্টারে নথিভুক্ত করবেন। সকাল ১০ টা থেকে রাত ৮টার মধ্যে আবেদন করা যাবে। যে দল আগে আবেদন করবে তারাই মিটিং-মিছিলের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। ওসি অনুমতি দিলে তবেই মিটিং-মিছিল করা যাবে।

প্রচারের বিধি-নিষেধ

শুক্রবার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্য নির্বাচন কমিশনের তরফে পঞ্চায়েত ভোটে নিরাপত্তা নিচ্ছিদ্র করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বরদাস্ত করবে না কমিশন।

পঞ্চায়েত ভোটে ২০২১ সালের মতো পরিস্থিতি যাতে তৈরি না তার প্রথম থেকে কোমর বেঁধে নামতে চাইছে কমিশন। বিরোধীদের প্রশ্ন, রাজ্য পুলিশ দিয়ে ভোট করালে বাস্তবে কী গতবারের মতো পরিস্থিতি তৈরি হওয়া আদৌ আটকানো সম্ভব হবে? তাই  কংগ্রেস ও বিজেপির দাবি পঞ্চায়েত ভোট করানো হোক কেন্দ্রীয় বাহিনী দিয়ে। শাসকদলের দাবি, এবারের পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হবে। কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার কমিশনের হাতে ছেড়েছে হাইকোর্ট। এ সবের মধ্যেই শুক্রবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে।