ভুয়ো নথি ঘিরে অভিযুক্ত ভারতীয় পড়ুুয়াদের প্রত্যর্পণ স্থগিত রাখল কানাডা

কানাডায় ভুয়ো নথি দেখিয়ে বহু ভারতীয় পড়ুয়ারা সেদেশে রয়েছেন বলে অভিযোগ। সেই অভিযোগে,কানাডায় অবস্থিত বহু ভারতীয়কে প্রত্যর্পণ পদক্ষেপের পথে এগিয়েছিল সেদেশের সরকার। এরপর একাধিক অধ্যায় পার করে কানাডার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভুয়ো নথি দেখিয়ে বসবাসকারী পড়ুয়াদের প্রত্যর্পণ রোখার পথে হেঁটেছে কানাডা।

কানাডায় বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের প্রত্যর্পণ নিয়ে দিল্লি সদ্য যোগাযোগ করে ওটাওয়ার সঙ্গে। কানাডা, ভারত দুই দেশের আলোচনা এই ইস্যুতে ফলপ্রসূ হয়। গত সপ্তাহেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, কোনও পড়ুয়াকে এভাবে ফিরিয়ে দেওয়া ‘ঠিক নয়’ পড়ুয়াদের শাস্তি হিসাবে। উল্লেখ্য, ভারত থেকে কানাডায় যাওয়া ৭০০ জন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা ভুয়ো নথি দেখিয়ে সেখানের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তি হয়েছে। তবে ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট মহলের অনেকেই দাবি করেছেন, এই অভিযোগে অভিযুক্তের সংখ্যা অত্যন্ত কম। দেখা যাচ্ছে, এই পড়ুয়াদের বেশিরভাগই ২০১৭-১৯ সালে কানাডা গিয়েছেন। তারপর তাঁরা অনেকেই ওার্ক পারমিটে সেদেশে থেকে গিয়েছেন। অনেকে আবার পড়াশোনা চালিয়ে গিয়েছেন। এক সূত্র মারফৎ জানা যাচ্ছে, ভারত বিষয়টি নিয়ে কানাডার সামনে উত্থাপন করে। ভারত ও কানাডার বিদেশমন্ত্রীরা এই বিষয়ে কথা বলেন। এছাড়াও বিদেশমন্ত্রকের সচিব এই ইস্যুতে আগে কানাডার সঙ্গে কথা বলেন তাঁর এপ্রিলের কানাডা সফরে। 

ভারতের তরফে বারবার এই ইস্যুতে মানবিক দিক থেকে পড়ুয়াদের কথা ভেবে পদক্ষেপ করার কথা বলা হয় কানাডাকে। তারপরই বহু অভিযুক্ত ভারতীয় পড়ুয়া প্রত্যর্পণ ঘিরে ‘স্থগিতাদেশ’এর নোটিস পান। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন বলেছেন, ‘ এটিও উল্লেখ করা হয়েছিল যে কানাডিয়ান সিস্টেমে ফাঁক ছিল এবং সংযোগের অভাব ছিল, যার কারণে শিক্ষার্থীদের ভিসা দেওয়া হয়েছিল এবং কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।’ ভারতের যুক্তি স্পষ্ট, কেউ ভুল করে থাকলে তা সমাধান হবে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘যদি কোনও শিক্ষার্থী কোনও ভুল না করে থাকেন, তবে তাঁদের সমাধানের রাস্তা খুঁজে বের করতে হবে। সুতরাং, আমরা এই ইস্যুতে চাপ দিতে থাকব, এবং আমি খুব আশা করব যে কানাডিয়ান সিস্টেম এই বিষয়ে ন্যায্য পথ নেবে।’ জয়শঙ্কর বলছেন, এই ভুয়ো নথি পেশ করা নিয়ে মধ্যবর্তী কিছু লোকজন ঘটনায় দায়ী। যারা পড়ুয়াদের দিকভ্রান্ত করছেন বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার কথা বলছেন জয়শঙ্কর।