WTC Final: পরের টেস্ট চ্যাম্পিয়নশিপের দল গঠন নিয়ে কী বললেন কামিন্স?

<p style="text-align: justify;"><strong>লন্ডন:</strong> ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতেছেন। বিশ্ব ক্রিকেটে একমাত্র দল হিসেবে আইসিসির সব টুর্নামেন্টে চ্য়াম্পিয়ন হওয়ার নজির গড়েছে অস্ট্রেলিয়া। ২০২৩-২৫ মরসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য কি এবার নতুন করে দল তৈরি করা হবে? অজি অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য অন্য কথা বলছেন। দলের প্লেয়ারদের বয়স যদি ১৮ হয় বা ৩৮, ফর্ম যদি থাকে, তবে সেই প্লেয়ারকেই একাদশের জন্য বেছে নেওয়া হবে। বিশেষ করে যে দল টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল জিতেছে, সেই পঁয়ত্রিশের কোটা পেরোনো অনেকেই রয়েছেন। তালিকায় স্মিথ, ওয়ার্নার, লায়নের মতাে তারকারা রয়েছেন। এঁদের মধ্যে ওয়ার্নার আগামী বছর পাকিস্তানের বিরুদ্ধে টেস্টের পরই অবসর নেবেন সাদা পোশাকের ক্রিকেট থেকে। কিন্তু বাকিরা? তাঁরা কি আদৌ টেস্ট স্কোয়াডে থাকবেন? কামিন্স তা নিয়ে ভাবছেন না। এক সাক্ষাৎকারে ডানহাতি অজি পেসার বলেন, ”আমি মনে করি এখনও প্লেয়ারদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার কোনও মানে হয় না।&nbsp;</p>