WTC Final: ‘You Should Ask Virat…what Shot Was That?’: Sunil Gavaskar Slams Indian Batting Line-up After Collapse In WTC Final

লন্ডন: অফস্ট্যাম্পের বাইরের বলে খােঁচা দিয়ে আউট হওয়ার অভ্যেস তাঁর পুরনো। বিরাট কোহলি (Virat Kohli) আরও একবার সেই একই ভুল করলেন। আর শুধু ভুলই করলেন না, এমন গুরুত্বপূর্ণ ম্য়াচে, এমন গুরুত্বপূর্ণ সময়ে প্রাক্তন ভারত অধিনায়কের (EX Indian Captain) এমন আউট নিয়ে সোচ্চার হয়েছেন সুনীল গাওস্করও। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (World Test Championship Final 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত ৪৯ রানের মাথায় স্টিভ স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে প্রাক্তন কোহলিকে। ধারাভাষ্য দিতে ইংল্য়ান্ডেই উপস্থিত ছিলেন কিংবদন্তি গাওস্কর। চোখের সামনে এমনভাবে বিরাটকে উইকেট ছুড়ে আসতে দেখে ক্ষেপে গিয়েছেন তিনিও। 

সম্প্রচারকারী সংস্থার হয়ে কথা বলতে গিয়ে গাওস্কর বলেন, ”এটা খুবই খারাপ শট। অতি সাধারণ মানের শট। যদি আমাকে এই নিয়ে প্রশ্ন করা হয়, আমি বলব যে বিরাটকেই প্রশ্ন করুন না যে কেন এমন শট খেলতে গেল। এভাবে অফস্ট্যাম্পের বাইরের দিক কেন শট খেলতে গেল বিরাট। আমরা এত কথা বলছিলাম যে ভারতের জয়ের সুযোগ রয়েছে। সেখানে এমন বড় ইনিংস খেলার দরকার। সেঞ্চুরির প্রয়োজন ছিল একটা। কিন্তু এমন ভাবে শট খেলে আউট হলে কীভাবে সেঞ্চুরি করবে।”

এক রান দূরে ছিলেন নিজের অর্ধশতরানের থেকে। সেটাই কি মাথায় ঘুরছিল? গাওস্কর বলছেন, ”এর আগে পর্যন্ত বিরাট বাইরের বল ছেড়েই খেলছিল। কিন্তু হঠাৎ করেই এমন একটা বাজে শট খেলে ফেলল। আমার মনে হয় আর এক রান নিলেই যেহেতু ওর অর্ধশতরান পূরণ হয়ে যেত, তাই হয়ত হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল সেই শটটি খেলার। বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়। জাডেজার ক্ষেত্রেও এমন হয়েছে প্রথম ইনিংসে। যখন ও ৪৮ রানের মাথায় ব্যাটিং করছিল।”

দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সচিন

সচিন তেন্ডুলকর ট্যুইট করে লিখেছেন, ”এই ম্যাচে টিকে থাকার জন্য ভারতীয় দলকে প্রথম ইনিংসে বিরাট পারফরম্যান্স করার প্রয়োজন ছিল। কিন্তু তারা সেই কাজটা করকে দেখাতে পারেননি। সেখানে ভারতীয় দলের জন্য বেশ কিছু ভাল মূহূর্তও তৈরি হয়েছিল। কিন্তু সেই জায়গা গুলোওকাজে লাগাতে তারা ব্যর্থ হয়েছেন। তবে ভারকতীয় দলের প্রথম একাদশ থেকে রবিচন্দ্রন অশ্বিনকে না রাখার বিষয়টা এখনও পর্যন্ত সেভাবে বুঝতে পারনাম না। এই মুহূর্তে টেস্টের মঞ্চে এক নম্বর বোলার তিনি।” উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য শার্দুল ঠাকুর ও অশ্বিনের মধ্যে কোনও একজনকে নেওয়া হবে, তার আন্দাজ আগেই দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। পরে অবশ্য শার্দুলকেই নেওয়া হয়। শার্দুল নিজে ব্যাটে-বলে ভাল পারফরম্যান্সও করেছেন অবশ্য। একটি অর্ধশতরানও হাঁকিয়েছেন। কিন্তু অশ্বিনের মত বিশ্বমানের স্পিনারকে দলে না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে।