Abhishek Banerjee: নিয়োগ দুর্নীতি মামলায় ED-র তলবে সাড়া দিলেন না অভিষেক, পাঠালেন ১৫ পাতার চিঠি

আগেই জানিয়ে দিয়েছিলেন, ভোটের আগে ইডি ডাকলেও যাবেন না। এই আবহে সিজিও কমপ্লেক্সে হাজিরা এড়িয়ে দীর্ঘ ১৫ পাতার চিঠি পাঠালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থার দফতরে হাজিরা দিতে ‘নবজোয়ার’ স্থগিত রেখে কলকাতায় ফিরেছিলেন। দীর্ঘ ৯ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে অভিষেক দাবি করেন, এতক্ষণের জেরার ‘নিটফল জিরো’। পাশাপাশি জানিয়ে দেন, বারবার ‘সময় নষ্ট করতে’ তলবে সাড়া দিতে পারবেন না তিনি। এরই মাঝে অবশ্য তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লা কেলেঙ্কারি মামলায় তলব করেছিল ইডি। যা নিয়ে ফুঁসে ওঠেন অভিষেক। সুপ্রিম কোর্ট অবমাননার অভিযোগও তোলেন।

এই আবহে গত ৮ জুন অভিষেক জানিয়ে দেন, পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাকে তাদের অফিসে যাবেন না। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের একদিন পরও যদি তাঁকে তলব করা হয়, তাঁর যেতে আপত্তি নেই। তবে এই এক মাস তিনি কোনও ভাবেই নিজের রাজনৈতিক কর্মসূচি ত্যাগ করে কেন্দ্রীয় সংস্থার অফিসে ‘সময় নষ্ট করবেন না’। এর আগে ১৮ মে চিঠি দিয়ে অভিষেককে ১৯ মে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলেছিল সিবিআই। সেই আবহে বাঁকুড়া থেকে কলকাতায় ফিরে এসেছিলেন অভিষেক। তবে এবার বেশ কিছুদিন আগে ইডি নোটিশ পাঠালেও তিনি হাজিরা দিতে অস্বীকার করেন।

উল্লেখ্য, আজ, ১৩ জুন অভিষেককে ইডি দফতরে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল। আজ সকাল ১১টার মধ্যে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। তবে গত সপ্তাহেই তৃণমূল সাধারণ সম্পাদক জানিয়েছিলেন যে তিনি হাজিরা দেবেন না। সেই মতো আজ সিজিও কমপ্লেক্সে যাননি অভিষেক। বদলে ইডির দফতরে ১৫ পাতার চিঠি দিয়েছেন তিনি। তাতে লিখেছেন, দলীয় কর্মসূচি নিয়ে কলকাতার বাইরে রয়েছেন তিনি। অপরদিকে সূত্র মারফত জানা গিয়েছে, অভিষেকের থেকে গত কয়েক বছরের নথি চেয়েছে ইডি। চিঠিতে অভিষেক জানান, ইডি যে নথি ও তথ্য চেয়েছে, তা সংগ্রহ করতে সময় লাগবে। এদিকে সূত্র মারফত জানা যাচ্ছে, অভিষেক এই হাজিরা এড়ানোয় আরও একটি নোটিশ তাঁকে পাঠাতে পারে কেন্দ্রীয় সংস্থা।