Murder: মোদীর প্রশংসা করছ? গাড়ি থেকে নামো…এরপরই আরোহীকে পিষে দিলেন চালক আমজাদ

উত্তরপ্রদেশের মীর্জাপুরে ভয়াবহ ঘটনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছিলেন এক ব্যক্তি। আর প্রাণ দিয়ে তার মাসুল গুনতে হল। আসলে একটা চারচাকা গাড়ির চালকের সঙ্গে রাজনৈতিক তর্ক করছিলেন ওই ব্যক্তি। সেই সময়ই ওই গাড়ি চালক রাগে ওই ব্যক্তিকে গাড়ি চালিয়ে পিষে দেন বলে অভিযোগ।

মৃতের নাম রাজেশখর দুবে। বয়স ৫০। তার ভাইপোর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি বেরিয়েছিলেন। কোলাহি গ্রামের কাছে এই ঘটনা। একাধিক মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, রবিবার ওই ব্যক্তির ভাইপোর বিয়ে হয়েছিল মির্জাপুরে। এরপর রাজশেখর সহ কয়েকজন একটি বোলেরো গাড়িতে চড়ে বসেন। বিয়ে বাড়ির অতিথিদের আনার জন্য সেই গাড়িটি ভাড়া করা হয়েছিল।

এদিকে সেই গাড়িতে রাজশেখরের সঙ্গে চালকের রাজনৈতিক আলোচনা হচ্ছিল। রাজশেখর মোদীর প্রশংসা করছিলেন। তাতেই মাথায় রাগ উঠে যায় চালকের। ওই চালক মোদী সম্পর্কে নানা কটূ কথা বলছিলেন। এই ধরনের কথা বলতে বারণ করেন রাজশেখর। আমজাদ নামে ওই চালক কথা চালিয়ে যেতে থাকেন।

এরপর দুপক্ষের মধ্য়ে তুমুল কথাকাটাকাটি শুরু হয়ে যায়। এরপর ওই চালক গাড়িটি দাঁড় করায়। দুবেকে গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য সে নির্দেশ দেয়। এরপর দু হাত দিয়ে গাড়িটি দাঁড় করানোর চেষ্টা করেন রাজশেখর। আর তখনই একেবারে হাড়হিম ঘটনা। গাড়ির সহযাত্রীদের দাবি, এরপর চালক সোজা দুবেকে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়েন। চিৎকার করে ওঠেন সহযাত্রীরা। বিপদে পড়ে এরপর গাড়ি ছেড়ে পালায় আমজাদ। পরে পুলিশে খবর যায়। পুলিশ দীর্ঘক্ষণ ধরে চালকের খোঁঁজে তল্লাশি চালায়। এরপর ধরা পড়ে আমজাদ।

পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ ঘটনা সম্পর্কে অনেকটাই নিশ্চিত হয়। তারপর ওই চালকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তবে গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। কেবলমাত্র মোদীর প্রশংসা করার জন্য় এত বড় প্রতিশোধ নিতে পারে কেউ, এটা ভাবতেই পারছে না।