Guinness world record: মাত্র ৩ সেকেন্ডেই রুবিকস কিউব সমাধান করল অটিজম আক্রান্ত তরুণ, ভাইরাল হল ভিডিয়ো

রুবিকস কিউবের ধাঁধার সঙ্গে আমরা অনেকেই বেশ পরিচিত। এই কিউবের প্রতি পিঠে একই রং আনাই আসলে ধাঁধার সমাধান। তবে এই কাজ শুধু কঠিন বললেও যেন কম বলা হয়। সম্প্রতি এক তরুণ সেই কাজ অনায়াসে করে দেখাল।শুধু করে দেখাল তা নয়, সারা বিশ্বে সবচেয়ে কম সেকেন্ডে দুঃসাধ্য সাধন করল তরুণটি। আর এই কারণেই গিনিস বুকের পাতায় নাম উঠল তাঁর। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ম্যাক্স পার্ক এর আগেও বেশ কয়েকটি রুবিকস কিউব সমাধানের প্রতিযোগিতায় যোগ দিয়েছে। সেই সুবাদে বেশ কয়েকটি পুরষ্কারও ছিনিয়ে নিয়েছে সে। সম্প্রতি মাত্র ৩.১৩ সেকেন্ডে কিউবটি সমাধান করে দেখাল ম্যাক্স।

আরও পড়ুন: এক ধাক্কায় বাড়িয়ে দেয় যৌনশক্তি, রাতারাতি ম্যাজিক দেখাবে হেঁশেলের এই খাবার

আরও পড়ুন: সুগারের গোদে প্রেশারের বিষফোঁড়া? উচ্চ রক্তচাপের ফাঁড়া কাটাতে ৫ কাজই সম্বল

প্রসঙ্গত, ছোট থেকেই অটিজমে আক্রান্ত ম্যাক্স। জলের বোতলের ছিপি খুলতেও সমস্যার সম্মুখীন হতে হত তাঁকে। অটিজমে আক্রান্ত রোগীদের মোটর কার্যক্ষমতা কম হয়। তাঁর বাবা-মায়ের কথায়, রুবিকস কিউবে ছেলের ছোট থেকেই আগ্রহ ছিল। ফলে সেটিই তাঁর হাতে তুলে দেওয়া হয়। ছোট ম্যাক্স যাতে সমাজে ঠিকভাবে মেলামেশা করতে পারে, তার জন্যই আরও উদ্যোগী হন তাঁর অভিভাবকরা। এই দিন সংবাদ মাধ্যমকে তাঁরা জানান, এই আকাশছোঁয়া সাফল্য বাবা-মায়ের কাছে আনন্দের বিষয় হলেও তাকে বেশি গুরুত্ব দিতে নারাজ। কারণ তাদের কাছে এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছেলের মেলামেশার কথা। সেই থেকেই সম্পর্ক পোক্ত হয় রুবিকস কিউবের সঙ্গে। আর তার সূত্র ধরেই একের পর এক পুরষ্কার ম্যাক্সের ঝুড়িতে। প্রসঙ্গত গিনিস বুকে আগেও নাম উঠেছে ম্যাক্সের। বিভিন্ন আকারের রুবিকস কিউবের ধাঁধা সমাধান করেই নানা তকমা পেয়েছে ২১ বছরের এই তরুণ। ২০২০ সালে রেড বুল রুবিকস কিউব প্রতিযোগিতায় বিশ্ব কাপ জেতেন ম্যাক্স।

সম্প্রতি গিনিস বুকের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়। সেখানেই দেখা যায়, ৩.১৩ সেকেন্ডে রুবিকস কিউবটি সমাধান করে দেখান ম্যাক্স পার্ক। ভিডিয়োটি সমাজ মাধ্যমে শেয়ার করার পরেই প্রচুর পরিমাণে লাইক ও কমেন্ট পড়তে থাকে। সমাজ মাধ্যমে ম্যাক্সের অনুরাগীরা তাঁর প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন। একইসঙ্গে এই সাফল্যের জন্য অভিনন্দন জানান।