Realme Mobile Data Issue: রিয়ালমি ফোনের ডেটা ক্যাপচারিং ফিচার খতিয়ে দেখবে কেন্দ্র, ইউজারের পোস্টে এল সোজা মন্ত্রীর জবাব

রিয়লমি মোবাইলে ‘এনহ্যান্সড ইন্টালিজেন্স সার্ভিস’ নামের ফিচার ঘিরে বহুদিন ধরেই নানান অভিযোগ শোনা গিয়েছে। সদ্য টুইটারে নেটিজেন ঋষি বাগরি, এই ফোনের ডেটা ক্যাপচারিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘রিয়ালমি মোবাইল’-এ ইউজার ডেটা আপনাআপনি প্রথম থেকেই অন থাকে। সেই নিয়ে ওই ব্যক্তি টুইটারে ক্ষোভ জানাতেই সঙ্গে সঙ্গে আসে মন্ত্রীর পাল্টা প্রত্যুত্তর। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বর্তমানে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আর তিনিই জানিয়ে দেন, রিয়লমি মোবাইলের এই ফিচার নিয়ে এবার কেন্দ্র খতিয়ে দেখতে চলেছে।

যে পোস্টে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী মন্তব্য করে রিটুইট করেছেন, সেই পোস্টটি ছিল জনৈক নেটিজেন ঋষি বাগরির। ঋষি তাঁর টুইটে সংশ্লিষ্ট মন্ত্রককে ট্যাগ করেছিলেন। আর খোদ মন্ত্রীর বার্তাই এল তাঁর কাছে। অভিযোগ চিনা মোবাইল ‘রিয়লমি’কে নিয়ে। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় নানা মেরুকরণের বিষয় তুলে ধরার জন্য ইতিমধ্যেই পরিচিতি রয়েছে ঋষি বাগরির। ঋষির অভিযোগ, চিনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়লমি-তে রয়েছে ‘এনহ্যান্সড ইন্টালিজেন্স সার্ভিস’। যার হাত ধরে ইউজার ডেটা যেমন কল লগ, এসএমএস, লোকেশনের তথ্য সমস্ত কিছু নিজে থেকেই ‘অন’ হতে থাকে। নেটিজেন ঋষি বাগরির প্রশ্ন, ফোনের সেটিংসে গিয়ে, অ্যাডিশনাল সেটিং ও সেটিং সার্ভিসে গিয়ে এই ফিচার পাওয়া যায়। কেন একটি ফোন নিজে থেকে একজন ব্যবহারকারীর সমস্ত তথ্য গ্রহণ করতে থাকবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন।

অভিযোগ ঘিরে, পোস্টে স্ক্রিনশট দিয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন ওই ব্যবহারকারী। প্রশ্ন উঠছে, চিন নির্মিত এই ফোন থেকে কি তাহলে, ভারতীয় ব্যবহারকারীদের সমস্ত তথ্য বেরিয়ে যাচ্ছে? আর তা কি যাচ্ছে চিনের হাতে? উল্লেখ্য, রিয়েলমি ফোনের প্রস্তুতকারক সংস্থা চিনের গুয়ানজু প্রদেশের বিবিকে ইলেকট্রনিক্স। তারাই ওপ্পো, ভিভো, ওয়ান প্লাসের মতো ফোন তৈরি করে থাকে। সেই সংস্থার তরফে আসা রিয়েলমি ঘিরে এবার প্রশ্ন উঠতে শুরু করল। ওই পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী সাফ জানিয়েছেন, ‘এবার টেস্ট করা হবে ও খতিয়ে দেখা হবে’। ফলে চিনা মোবাইল ফোন রিয়েলমি এবার কেন্দ্রের স্ক্যানারে।