Station master: ট্রেন দুর্ঘটনা এড়াতে স্টেশন মাস্টারদের ডিউটিতে বিরাট বদল, নজরদারির নির্দেশ

করমণ্ডল এক্সপ্রেসে ভয়ঙ্কর দুর্ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। এখনও এই ঘটনার তদন্ত চলছে। ভবিষ্যতে সেরকম দুর্ঘটনা এড়াতে স্টেশন মাস্টারদের ডিউটিতে বড়সড় পরিবর্তন আনা হল। তাঁদের সতর্কতা অবলম্বনের নির্দেশ জারি করল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। স্টেশন মাস্টারদের দাঁড়িয়ে থেকে পয়েন্টে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগের নিয়ম অনুযায়ী, একই শিফটে দু’জন স্টেশন মাস্টার ডিউটিতে থাকলে একজন ট্রেন সিগনাল রেজিস্টারের ভার সামলাতেন এবং অন্যজন প্যানেলের ভার সামলাতেন। তবে এবার থেকে আর এরকম হবে না। এবার একই শিফটে দু’জন স্টেশন মাস্টার ডিউটিতে থাকলে, তাঁদের মধ্যে একজনকে কেবিন ছেড়ে পয়েন্ট ক্ল্যাপিংয়ের কাজ ঠিকমতো হচ্ছে কিনা, তা দেখতে হবে। লাইন, পয়েন্ট এবং অন্যান্য যন্ত্র ঠিকমতো কাজ করছে কিনা, তাও খতিয়ে দেখতে হবে। ট্রেন এক লাইন থেকে অনলাইনে যাওয়ার সময় পয়েন্ট ক্ল্যাম্পিংগুলি ঠিক মত রয়েছে কিনা, সেগুলিও খতিয়ে দেখতে হবে। আর এই নির্দেশ উপেক্ষা করলেই গুরুতর ত্রুটি হিসেবে বিবেচনা করা হবে, সেক্ষেত্রে পদক্ষেপ করতে পারে রেল।

যদিও রেল কর্তাদের একাংশ জানাচ্ছেন, বিশেষ পরিস্থিতিতে এ ধরনের সর্তকতা অবলম্বন করার কর্মপদ্ধতি আগেই বলা রয়েছে, তা মনে করিয়ে দেওয়া হয়েছে মাত্র। রেলের এই সিদ্ধান্তকে কর্মীদের একাংশ স্বাগত জানালেও অনেকেই এর সমালোচনা করেছেন। তাঁদের বক্তব্য, রেলে লক্ষ-লক্ষ পদ খালি রয়েছে। স্টেশন মাস্টারদের উপরেও প্রচুর চাপ রয়েছে। তাছাড়া যে সংখ্যক স্টেশন মাস্টার থাকা প্রয়োজন, তার থেকে অনেক কম স্টেশন মাস্টার রয়েছে। এই পরিস্থিতিতে স্টেশন মাস্টারদের উপর চাপ আরও বাড়বে বলে মনে করছে কর্মীদের একাংশ।

প্রসঙ্গত, ২ জুন ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছিল ওড়িশায়। দুর্ঘটনার মুখে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। অনলাইনে চলে যাওয়ায় একটি মালগাড়ির উপরে উঠে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন। এছাড়াও, লাইনচ্যুত হয়ে যায় একাধিক বগি। উলটো দিক থেকে আসো হামসফর এক্সপ্রেসের একাধিক বগিও লাইনচ্যুত হয়ে যায়। ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অনেকেই। এরপরেও বেশ কিছু জায়গায় ট্রেনের লাইনচ্যুত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য এই পদক্ষেপ করেছে রেল।