‘কেমন আছেন স্যার?’ প্রশ্ন করেই শিক্ষকের পেটে গুলি দুই পড়ুয়ার, কিন্তু কেন?

তিন বছর ধরে ফি বকেয়া। সেটা দিতে বলায় ক্ষুব্ধ হয়ে প্রাক্তন শিক্ষককেই গুলি করে দিল দুই ছাত্র। মধ্যপ্রদেশের ঘটনা এটি।

বুধবার মোরেনা জেলার জাউরা রোড এলাকার ঘটনা এটি। ভিডিয়োতে দুই ছাত্রকে দেখা যাচ্ছে। শিক্ষক গিরওয়ার সিংয়ের কোচিং সেন্টারের বাইরে দাঁড়িয়ে তারা। সেখান থেকেই মাষ্টারমশাইকে ডাকছে তারা। মোটরসাইকেলে বসেই স্যারের সঙ্গে সাধারণ কথাবার্তা করছিল তারা। গিরওয়ার সিংকে দুই ছাত্রের সঙ্গে বেশ খুশি মনেই কথা বলতে দেখা যাচ্ছিল। আরও পড়ুন: ১৫ বার দাঁড়িয়ে অভিবাদন, ৭৯ বার হাততালি- মোদী ম্যাজিকে আপ্লুত মার্কিন কংগ্রেস

এরপরেই ঘটে ভয়ানক ঘটনা। পিলিয়নে চড়ে থাকা ছাত্রটি হঠাৎ একটি দেশি পিস্তল বের করে। গিরওয়ার সিংয়ের পেটে গুলি চালায় তারা। এরপর দ্রুত পালায় দুইজনে।

পুলিশ জানিয়েছে, গিরওয়ার সিং জাউরা রোড এলাকার কুলেন্দ্র কোচিং সেন্টারে পড়ান এবং চালনা করেন। এই দুই হামলাকারী বছর তিনেক আগেই তাদের দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য এই কোচিং সেন্টার থেকেই পড়াশোনা করেছিল।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুই পড়ুয়া গিরওয়ার সিংকে টানা বহুদিন বেতন দেয়নি। তা সত্ত্বেও পড়াতেন তিনি। তবে সুবিধা মতো টিউশন ফি বাবদ পাওনা টাকা দেওয়ার জন্য বারবার মনে করাতেন তিনি। এটা নিয়েই দুই পড়ুয়া ক্ষুব্ধ হয়ে যায়। এরপরেই হামলা চালানোর সিদ্ধান্ত নেয় দু’জনে।

স্থানীয়, পথচারীদের বিষয়টি নজরে আসতেই তাঁকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর গোয়ালিয়রের একটি হাসপাতালে তাঁকে রেফার করা হয়। আহত অবস্থাতেই শিক্ষক জানান, তিনি বুঝতেই পারেননি যে গুলি করা হবে। একেবারেই স্বাভাবিক কথোপকথনে হচ্ছিল। তিনি কেমন আছেন, কুশল বিনিময় করছিল দুই ছাত্র। এমন সময়েই হঠাত্ বন্দুক বের করে গুলি করে দেওয়া হয়। কেন তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, সেই সম্পর্কে তাঁর কোনও ধারণাই নেই বলে জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (মোরেনা) রাই সিং নারওয়ারিয়া বলেন, ‘ওই শিক্ষক আহত হয়েছেন। তাঁকে গোয়ালিয়রের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি FIR নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হবে। ঘটনার আসল কারণ জানতে তদন্ত করা হচ্ছে।’