জগন্নাথ মাসির বাড়িতে, গর্ভগৃহ ফাঁকা হতেই ইঁদুর ধরতে নেমেছেন ASI-এর আধিকারিকরা

মন্দির জুড়ে শত-শত ইঁদুর। প্রসাদ-খাবার, কাপড়, পুজোর দ্রব্যাদি নষ্টের ভয় তো রয়েছেই। তার উপর মন্দিরের ভিত্তি ও কাঠামোতে ইঁদুরের খননের ফলে ক্ষতি হওয়ার ভয়াবহ সম্ভাবনা রয়েছে। আর সেই কারণেই বিষয়টি মোটেও হালকা করে নিতে চাইছেন না বিশেষজ্ঞরা। খোদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্তারা মন্দিরের গর্ভগৃহে ইঁদুর অপসারণের প্রচেষ্টা শুরু করেছেন। টিভি নাইনের প্রতিবেদন সূত্রে মিলেছে এই খবর। আরও পড়ুন: Iskcon Ratha Yatra: বাঁকুড়ায় শুরু হল ইসকনের রথ, প্রথম বারেই জনজোয়ার

বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন ASI-এর বিশেষজ্ঞরা। এটাই অবশ্য সেরা সময়। কেন? কারণ রথ উৎসব উপলক্ষ্যে বর্তমানে তিন বিগ্রহ-জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রাদেবী মাসির বাড়ি গুন্ডিচায়। সেই কারণে মন্দিরের গর্ভগৃহ বর্তমানে ফাঁকা। আগামী বুধবার পর্যন্ত সময় পাবেন ASI-এর আধিকারিকরা। উল্টো রথযাত্রার আগেই ইঁদুর-নিধন করতে এবং তাদের ঠেকিয়ে রাখার উপায় বের করতে হবে তাঁদের। আপাতত ইঁদুর ও অন্য পোকামাকড়ের উপদ্রব বন্ধ করতে রাসায়নিকের ব্যবহার করা হতে পারে। এর আগে ইঁদুর তাড়াতে এক বিশেষ মেশিনও পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল। এক ভক্তই সেই মেশিন দান করেছিলেন। কিন্তু তার আওয়াজের ঠেলায় জগন্নাথদেবের নিদ্রাভঙ্গ হতে পারে বলে দাবি করে মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরের এক আধিকারিক জানান, গর্ভগৃহে ইঁদুরের বিষ দেওয়া নিষিদ্ধ। তাই অন্য উপায় বের করতে হবে। একবার ইঁদুর ধরতে খাঁচাও পাতা হয়েছিল। কিন্তু, তাতে কোনও সুরাহা হয়নি। তাই এবার ইঁদুর ধরতে খোদ ASI কর্তৃপক্ষ কোমর বেঁধে নেমেছে।

ফলে এমন একটি স্থান থেকে এত ইঁদুর নির্মূল করা নেহাত্ মুখের কথা নয়। তার সেরা উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন আধিকারিকরা। একই সঙ্গে মন্দিরের স্বাস্থ্য পরীক্ষাও করা হবে। ASI-এর সুপারিটেন্ডিং আর্কিওলজিস্ট (পুরী সার্কেল) ডি.বি গারনায়ের জানালেন, ‘গর্ভগৃহের ছাদ, দেওয়াল ও মেঝে ভাল রয়েছে কিনা জানতে আমরা রুটিন পর্যবেক্ষণ করব। এছাড়া কীভাবে ইঁদুর মন্দিরের ভিতর প্রবেশ করছে, সেটা খুঁজে বের করার চেষ্টা করব। গর্তগুলি চিহ্নিত করে এবং ড্রেনেজ সিস্টেম খতিয়ে দেখার পরই আমরা পরবর্তী পদক্ষেপ করব।’ আরও পড়ুন: কলকাতার ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী, মাহেশেও নিয়ম মেনে গড়াল রথের চাকা, রাজ্যেজুড়ে যেন সাজো সাজো রব

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup