Firing in south delhi: চলন্ত গাড়ির চালককে নিশানা করে গুলি, দিল্লির রাজপথে বাইকে মুখোশধারীরা, সিনেমায় যেমন হয়

কর্ণ প্রতাপ সিং

দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্ক এলাকায় ভয়াবহ ঘটনা। মুখোশধারী দুই বাইক আরোহী একটি চলন্ত গাড়ির চালককে লক্ষ্য করে গুলি চালায়। এদিকে সেই গাড়ির সামনের আসনে বসেছিলেন ওই চালকের বন্ধু। তিনি কোনওরকমে বেঁচে গিয়েছেন। ওই গাড়ি চালকের আঙুলে গুলি লেগেছে। গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। পুলিশ ইতিমধ্য়েই খুনের চেষ্টার মামলা রুজু করেছে। বৃহস্পতিবার রাতের ঘটনা। গোটা ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা গাড়ির আরোহীরা বেটিং চক্রের সঙ্গে যুক্ত। সম্ভবত ব্যক্তিগত শত্রুতা বা ব্যবসায়ীক কোনও শত্রুতা থেকে এই ঘটনা হতে পারে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ( সাউথ) চন্দন চৌধুরী জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮.১৪ মিনিট নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন এসেছিল। বলা হয়েছিল একজন আহত হয়েছেন। পুলিশ টিম গিয়ে দেখে শচিন গুপ্তা ও ওয়াসিম আহমেদ নামে দুজন গাড়ি চেপে যাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, গুপ্তা গাড়ি চালাতে চালাতে ফোনে কথা বলছিলেন। সেই সময় চালকের দিকে এক রাউন্ড গুলি চালানো হয়। গুলিটি কাঁচ ভেদ করে তার হাতে লাগে। জানা গিয়েছে মুখোশপরা দুই দুষ্কৃতী গাড়িটিকে অনুসরণ করছিল। তারাই গুলি চালিয়েছে। কেন তারা গুলি চালাল সেটা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে রাজধানী দিল্লির বুকে এই হাড়হিম ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। পুলিশ ইতিমধ্যে আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে। এদিকে মুখ ঢাকা থাকায় তাদের চিহ্নিত করার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

তবে মনে করা হচ্ছে আততায়ীরা গাড়িতে থাকা ব্যক্তিদের পুর্বপরিচিত। তবে কাঁচ ভেদ করে গুলি চালকের আঙুলে লাগে। তবে অল্পের জন্য় প্রাণে রক্ষা পেয়েছেন দুজনেই। অন্য়দিকে সাধারণত সিনেমায় এই ধরনের ঘটনা দেখা যায়। তবে এবার সেটাই হল বাস্তবের মাটিতে। সেটাও আবার রাজধানীর রাজপথে। পুলিশ অত্য়ন্ত গুরুত্ব দিয়ে দেখছে গোটা ঘটনা।