KPCC Prez Arrest: ‘মোদীর কপি করছেন বিজয়ন’, গ্রেফতার কেরল কংগ্রেস সভাপতি, পরে মিলল জামিন

গতকালই পটনায় বিরোধী জোট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রসের রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। এদিকে বাম নেতাদেরও উপস্থিতি ছিল সেই বৈঠকে। এদিকে জাতীয় স্তরে জোটের আলোচনা করলেও কেরলে সমীকরণ আলাদা। এই রাজ্যে কংগ্রেস ও বামেদের সম্পর্ক ‘সাপে-নেউলে’। এই পরিস্থিতিতে জোট বৈঠকের দিনই কেরল সরকারের ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করে প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণকে। যা নিয়ে সেরাজ্যের রাজনীতিতে হইচই পড়ে গিয়েছে। একটি দু্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল সুধাকরণকে। পরে তিনি জামিনে ছাড়া পান।

জানা গিয়েছে, মনসন মাভনুক নামের কেরলের এক এন্টিক ব্যাপারীর বিরুদ্ধে দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে কংগ্রেস নেতা সুধাকরণের। গতকাল সেই মামলায় জেরা করার জন্য সুধাকরণকে তলব করেছিল অপরাধ দমন শাখা। দীর্ঘক্ষণ জেরা করার পর গ্রেফতার করা হয় সুধাকরণকে। পরে জামিনে ছাড়া পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সুধাকরণ। তিনি বলেন, ‘তারা বিভিন্ন বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে। এরপর তারা আমাকে গ্রেফতার করে। গ্রেফতারি রেকর্ডের পরে আমি জামিনে মুক্তি পাই। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে। আমি এই নিয়ে আদালতে মামলা করব।’ সুধাকরণ দাবি করেন, তদন্তে তিনি সবরকম ভাবে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের সাহায্য করেছেন। তিনি বলেন, ‘আমি নিশ্চিত পুলিশের কাছে আমার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই। আমি ভয় পাই না। আমি কোথাও পালিয়ে যাব না।’ এদিকে দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত মাভনুকের সঙ্গে কোনও যোগ থাকার কথাও অস্বীকার করেন সুধাকরণ।

এদিকে কেরল কংগ্রেসের বর্ষীয়ান নেতারা এই গ্রেফতারির তীব্র বিরোধিতা করেছেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কংগ্রেস নেতাকে হেনস্থা করা হচ্ছে। সুধাকরণ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কেরল বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সতীশন বলেন, ‘বাম সরকার ভয় দেখিয়ে রাজ্য চালাতে চাইছে। এই সব করে বিরোধীদের চুপ করাতে চাইছেন পিনারাই বিজয়ন। তবে এই ধরনের মিথ্যা মামলার বিরুদ্ধে কংগ্রেস সরব হবে। কেন্দ্রের মোদী সরকার যা করে, তার কার্বন কপি করছেন পিনারাই বিজয়ন।’ এদিকে বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রমেশ চেন্নিথালা অভিযোগ করেন, ‘এই গোটা গ্রেফতারি পর্বটাই একটা নাটক। মুখ্যমন্ত্রী বিজয়ন এবং সিপিএম রাজ্য সম্পাদক গোবিন্দনের দুর্নীতি এবং প্রশাসনের ব্যর্থতা ঢাকতেই এই কাজ করা হচ্ছে।’ এদিকে কেরল কংগ্রেসের সাধারণ সম্পাদক টিইউ রাধাকৃষ্ণন বলেন, ‘আজকে কেরলের জন্য এক কালো দিন।’ তিনি জানান, এই গ্রেফতারির প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করবেন কংগ্রেস কর্মী-সমর্থকরা।