‘‘আপনার নামে পার্সেলে মাদক মিলেছে,’ নয়া স্ক্যাম নিয়ে সতর্ক করলেন জিরোধার মালিক

ফেডেক্স, ব্লু ডার্ট এবং অন্যান্য কুরিয়ার সংস্থার নাম করে জালিয়াতি চলছে। শুক্রবার সেই বিষয়েই সতর্ক করে দিলেন খুচরো ব্রোকারেজ ফার্ম জেরোধা -এর সহ-প্রতিষ্ঠাতা নিথিন কামাথ। প্রখ্যাত উদ্যোক্তা জানিয়েছেন CBI এবং ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক সেজে এভাবেই বহু মানুষকে ঠকানো চলছে।

‘ফেডেক্স, ব্লু ডার্ট এবং অন্যান্য কুরিয়ার কোম্পানির নামে একটি নতুন আর্থিক কেলেঙ্কারি শুরু হয়েছে। এই বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। আমার এক সহকর্মী জানিয়েছেন, FedEx থেকে দাবি করে এক ব্যক্তির কল পেয়েছিলেন। তাতে দাবি করা হয়, পুলিশ একটি পার্সেল বাজেয়াপ্ত করেছে। কারণ এতে মাদক পাওয়া গিয়েছে,’ একাধিক টুইটের মাধ্যমে ব্যাখা করেছেন নিথিন কামাথ।

তাঁর সহকর্মী জানিয়েছেন, প্রতারকরা তাঁদের একটি ভুয়ো সরকারি নোটিশ দিয়েছিলেন। সেটি শেয়ার করে তিনি বলেন, এরপর একটি ভিডিয়ো কলও পেয়েছিলেন। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে পুলিশের লোক বলে দাবি করেন। প্রতারকরা বলেন, এই পার্সেলে থাকা মাদকের বিষয়টি তাঁরা চেপে যেতে রাজি। তার জন্য ব্যাঙ্কে কিছু টাকা ট্রান্সফার করতে হবে। অর্থাত্, ঘুষ নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হবে।

‘ভুয়ো পুলিশের কাছে তাঁর আধার নম্বরও ছিল। তাই পুরো বিষয়টি যেন আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। ওই ব্যক্তি আতঙ্কিত হয়ে সেই অ্যাকাউন্টে টাকা

ট্রান্সফার করে দেন,’ জানান নিথিন কামাথ।

সম্প্রতি হুগলির কোন্নগরের এক ছাত্রী একই ধরনের প্রতারণার সম্মুখীন হন। তাঁকে একইভাবে ফোন করে বলা হয়, কাস্টমসে তাঁর নাম, আধার নম্বরসহ একটি পার্সেল ধরা পড়েছে। তাতে মাদক মিলেছে। ফলে ওই ছাত্রীকে গ্রেফতার করা হবে। এটি শুনে ওই ছাত্রী আকাশ থেকে পড়েন।

এরপর ভুয়ো ‘কাস্টমস অফিসার’রা জানান, কিছু টাকা দিলে বিষয়টি চেপে যাওয়া যেতে পারে।

উক্ত ছাত্রীর বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা ছিল। এই গোটা বিষয়টিতে তাঁর বিদেশযাত্রা আটকে যাওয়ার বিষয়ে তিনি ভয় পেয়ে যান। আর সেই কারণেই তড়িঘড়ি প্রতারকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা পাঠিয়ে দেন ওই ছাত্রী। তবে পরে খটকা লাগায় পুরো বিষয়টি বুঝতে পারেন। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে।

তাই এই ধরনের ফোন কল থেকে সাবধান। আপনার পরিচিত-প্রিয়জনদেরও এই বিষয়ে সতর্ক কর দিন। তাঁদের সঙ্গে শেয়ার করুন হিন্দুস্তান টাইমস বাংলার এই প্রতিবেদন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup