Indian Cricket Fraternity Celebrates 40th Anniversary Of 1983 World Cup Triumph

মুম্বই: সেদিন ছিল ২৫ জুন। আজ আর আরও এক ২৫ জুন। আজ থেকে ৪০ বছর ১৯৮৩ সালে আজকের দিনেই প্রথমবার বিশ্বজয় করেছিল ভারতীয় ক্রিকেট দল। কপিল দেবের নেতৃত্বে সেবার ট্রফি ঘরে তুলেছিল ভারত। আজ গোটা দেশ প্রথমবার বিশ্বজয়ের মুহূর্ত উদযাপন করছে। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন ২ ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ ও ভিভিএস লক্ষ্মণও। কপিলের দলে ছিলেন না কেউই। কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে ক্রিকেট আইকন ২ জনেই। তিরাশির বিশ্বকাপ জয়ের মুহূর্ত অন্যদের সঙ্গে তাঁরাও দেখেছিলেন হয়ত টিভির সামনে বসে। দেখেছিলেন ইংল্যান্ডে গিয়ে ভারতীয়দের বিশ্বজয়ের হুঙ্কার।

নিজের ট্যুইটারে কপিল দেবের একটি ক্যাচের ছবি পোস্ট করেছেন সহবাগ। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ”সেই ক্যাচ যা ভারতীয় ক্রিকেটকে চিরতরে বদলে দিয়েছে। কপিল পাজি ভিভ রিচার্ডসের সেই ক্যাচটি ধরেছিলেন। তিনি ও তাঁর দল ভারতকে সেদিন বিশ্বজয়ের গৌরব মুহূর্তের সাক্ষী করেছিলেন। অসাধারণ একটা দিন ছিল”

 

ভিভিএস লক্ষ্মণও ট্যুইটারে লিখেছেন, ”২৫শে জুন, ১৯৮৩ – সেই যুগান্তকারী দিনটি ৪০ বছর হয়ে গেল। যখন কপিল পাজি এবং তাঁর ছেলেরা ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিল এবং এটি একটি সমগ্র তরুণ প্রজন্মকে ক্রিকেট খেলার জন্য অনুপ্রাণিত করেছিল এবং এটি ভারতে ক্রিকেটের এগিয়ে যাওয়ার পথে নতুন দিগন্ত খুলে দিয়েছিল।”