Rajiva Sinha: রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

এবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার নিয়োগের বৈধ্যতাকে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার হাইকোর্টে মামলা দায়ের হল। মামলাটি করেছেন আইনজীবী নবেন্দু বন্দ্যোপাধ্যায়। এই মামলার অনুমতি দিয়েছে টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। শুক্রবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে।

(পড়তে পারেন। Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত ভোট বন্ধ, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবিতে দায়ের হল মামলা)

এর আগের রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কমিশনার হিসাবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহার নাম রাজভবনে পাঠায় রাজ্য। কিন্তু রাজভবনের তরফে সেই প্রস্তাবে শিলমোহর দেওয়া হয়নি। পরে অবশ্য আরও দুটি নাম পাঠায় রাজ্য সরকার। শেষ পর্যন্ত রাজীব সিনহাকে বেছে নেন রাজ্যপাল। তাঁর নিয়োগে সম্মতি দেন সিভি আনন্দ বোস।

গত ৭ জুলাই তাকে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগ করা হয়।

যদিও রাজীবের এই নিয়োগ নিয়ে প্রথম থেকে সরব হয়েছিল বিরোধীরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিন্ধান্ত নিয়ে রাজ্যপালকে নিশানাও করেন। তাঁর বক্তব্য ছিল রাজ্যপাল যদি নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহাকে নিয়োগ না করতেন তবে পরিস্থিতি অন্য রকম হতে পারত।

এরই মধ্যে আবার রাজ্যপালের তলবকে কেন্দ্র করে কমিশন-রাজভবন সংঘাতের আবহ তৈরি হয়। মনোনয়ন জমা দেওয়ার পর্ব চলছিল। তাই ব্যস্ততার কারণেও রাজভবনে যেতে পারেননি নির্বাচন কমিশনার।  সেই পরিস্থিতিতে ক্ষুব্ধ রাজ্যপাল রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট নিয়ে ফেরত পাঠান। পরে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয় রাজ্যপাল-কমিশনারের মধ্যে দুঘন্টার বৈঠকে। রবিবার এই বৈঠক হয় রাজভবনে। এই বৈঠকে জয়নিং রিপোর্ট নিয়েও দুপক্ষের মধ্যে কথা হয় বলে সূত্রে খবর।

বৈঠকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিস্তারিত জানাতে চান রাজ্যপাল। তিনি নির্বাচন কমিশনারকে বলেন, নিরপেক্ষ ভাবে নির্বাচন পরিচালনা করতে। যাতে ভোটার নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ ভোট দিতে পারেন সে দিকে নজর রাখতে। 

এই বৈঠকের ঠিক পর দিনই  হাইকোর্টে মামলা দায়ের করা হল রাজীর সিনহার নিয়োগ নিয়োগ নিয়ে। 

অন্য দিনে পঞ্চায়েত ভোট বন্ধ করার দাবি করে অন্য একটি মামলা হয়েছে হাইকোর্টে। মামলায় রাজ্যে রাষ্ট্রপতি শাসনও জারি করার দাবি করা হয়েছে।