Diwali Holi Day 2023: দীপাবলিতে স্কুল ছুটির ঘোষণা নিউ ইয়র্ক সিটির মেয়রের! উচ্ছ্বসিত প্রবাসী ভারতীয়রা

দেশ পেরিয়ে এবার সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রেও দীপাবলির ছুটি পাবে স্কুল পড়ুয়ারা। আলোর উৎসব দীপাবলিতে এবার স্কুলগুলি ছুটি থাকবে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। প্রতি বছরই প্রবল উৎসাহ ও উদ্দীপনা নিয়ে দেশ থেকে বহু ক্রোশ দূরে নিউ ইয়র্কে থাকা প্রবাসী ভারতীয়রা উদযাপন করেন দীপাবলি। আর সেই উৎযাপনের রঙ আরও উজ্জ্বল করে দিতে এই বড় ঘোষণা এল নিই ইয়র্কের মেয়রের তরফে। 

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বড় স্কুল সিস্টেম রয়েছে নিউ ইয়র্কে। আর সেখানের স্কুলেই এবার ঘোষিত হল দিওয়ালি ছুটির ঘোষণা। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন,  দীপাবলির এই ছুটি ঘোষণা সেখানে বসবাসকারী স্থানীয় প্রবাসী ভারতীয়দের জন্য একটি তাৎপর্যপূর্ণ খবর। বহুদিন ধরে সেখানে জেনিফার রাজকুমার সমেত একাধিক প্রবাসী ভারতীয় দীপাবলিতে পড়ুয়াদের স্কুলে ছুটি ঘোষণা করার দাবিতে সোচ্চার ছিলেন। তাঁদের দাবি শেষমেশ তাঁদের জয় এনে দিয়েছে বলে জানিয়েছেন এরিক অ্যাডামস। তিনি এই দিন একটি টুইট করতে গিয়ে লেখেন,’আমি জানি খানিকটা আগে বলে ফেলছি, তবে শুভ দীপাবলি।’ এই টুইটেই তিনি জানান যে, এবার থেকে নিউ ইয়র্কের স্কুলে দীপাবলিতে থাকবে ছুটি। মেয়র আশা করেছেন, এই প্রস্তাবে সেখানের গভর্নর ক্যাথি হোচুল স্বাক্ষর করে দেবেন। ফলে এই ঘোষণা পেয়ে যাবে প্রশাসনিক মান্যতাও। এদিকে, জেনিফার রাজকুমারও এই ঘটনা নিয়ে পাল্টা কৃতজ্ঞতা জানান নিউ ইয়র্কের মেয়রকে। তিনি টুইটে লেখেন, ‘আমি গর্বিত, দিপাবলীকে স্কুলের ছুটির দিন ঘোষণা করার দাবি জানিয়ে লড়াইয়ে নেতৃত্ব দিতে ও তা জিতে নিতে পেরে।’

উল্লেখ্য, নিউ ইয়র্কের স্কুলগুলিতে ‘ব্রুকলিন কুইনস ডে’ উৎসবের ছুটির জায়গায় আসতে চলেছে দীপাবলির ছুটি। প্রসঙ্গত, চলতি বছরে দীপাবলি পড়ছে ১২ নভেম্বর। এদিকে, নিউ ইয়র্কের মতো শহর বাদেও বিশ্বের বিভিন্ন দেশে দীপাবলিকে জাতীয় ছুটির তকমা দিয়ে উদযাপন করা হয়। সেই দেশের তালিকায় কয়েছে মালয়েশিয়া, ফিজি, মরিশাস, ইন্দোনেশিয়ার মতো দেশ। এই আলোর উৎসবকে মান্যতা দিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়রের তরফে এই বড় ঘোষণা বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে।