‌Sayoni Ghosh Summoned by ED: সায়নী ঘোষকে তলব করল তলব করল ইডি, শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় নোটিশ

এবার আবার একবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল টলি–জগতের। এবার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষকে নোটিশ পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (‌ইডি)‌। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তথ্য জানতে সায়নী ঘোষকে তলব করেছে ইডি। কুন্তল ঘোষ এই মামলায় গ্রেফতার হওয়ার পর উঠে আসে সায়নী ঘোষের নাম। কারণ সায়নীর সঙ্গে কুন্তলের নানা ছবি প্রকাশ্যে চলে আসে। তাতে ধরে নেওয়া হয় একে–অপরকে চিনতেন। যদিও কুন্তল অনেকের নাম বললেও কখনও সায়নীর নাম বলেননি। সায়নীও এমন কোনও দাবি করেননি। সেখানে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই নোটিশ বেশ তাৎপর্যপূর্ণ।

কবে ডাকা হয়েছে সায়নীকে?‌ এখন রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সায়নী ঘোষ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারের তালিকায় রয়েছেন। সেখানে তাঁকেই তলব করে ইডি বেশ চাপ তৈরি করল বলে মনে করা হচ্ছে। তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে আগামী শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কুন্তল ঘোষের কাছ থেকে তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিনা এবং তিনি কতটা চিনতেন কুন্তলকে—জানতে চায় ইডি। কারণ কুন্তল ঘোষের সম্পত্তি নিয়ে তদন্তে করতে গিয়ে উঠে আসে সায়নী ঘোষের নাম। তাই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি বলে সূত্রের খবর।

আগে কী বলেছিলেন সায়নী?‌ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন হুগলির যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ। দল তাঁকে বহিষ্কার করেছে। এই কুন্তলের সঙ্গে একাধিক ছবিতে দেখা গিয়েছে সায়নী ঘোষকে। তখনই প্রশ্ন ওঠে, কুন্তল ঘোষকে কি চেনেন সায়নী ঘোষ? এই প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমে আগে তৃণমূলের যুব সভানেত্রী বলেছিলেন, ‘‌একথা কখনই বলব না যে, আমি কুন্তল ঘোষকে চিনি না। আমার সঙ্গে ওকে একাধিক ছবিতে দেখা গিয়েছে। আমরা রোজ একাধিক জায়গায় যাই। প্রচুর মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। বহু মানুষ এসে আমাদের সঙ্গে ছবি তোলেন। সবাইকে চেনা তো সম্ভব নয়। তবে কুন্তল ঘোষকে চিনি।’‌

আরও পড়ুন:‌ আবার সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, রুখতে গিয়ে মালদায় খুন সিভিক ভলান্টিয়ার

আর কী জানা যাচ্ছে?‌ ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের গ্রেফতার হতেই আর্থিক বিষয়ে তদন্ত শুরু হয়। সেই তদন্ত করতে গিয়ে সায়নী ঘোষের নাম চলে আসে প্রকাশ্যে। শুধু তাই নয়, কুন্তল ঘোষের একটি সম্পত্তি কেনাবেচা করার ক্ষেত্রেও সায়নীর নাম সামনে আসে। যদিও তিনি আগে এসব মানতে চাননি। তবে এখন এই সম্পত্তি কেনাবেচা এবং আর্থিক লেনদেন নিয়ে কিছু তথ্য হাতে আসে তদন্তকারীদের। সেটা নিয়ে এবার জিজ্ঞাসা করতে চান ইডির অফিসাররা। সায়নীর কাছ থেকে কিছু নথিও চাওয়া হয়েছে। তবে সায়নীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।