সব জেলা থেকে গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেন, ফরমান জারি কেন্দ্রের

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। সুতরাং গ্রামবাংলা কার দখলে থাকবে সেটা এখনও ঠিক হয়নি। তার মধ্যেই নরেন্দ্র মোদীর সরকার জারি করে দিল এক নয়া ফরমান। সেই ফরমানে বলা হয়েছে, দেশের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে চালু করতে হবে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা। এই নয়া পদ্ধতি আর্থিক বিষয়ে স্বচ্ছতা আনবে এবং অনিয়ম নিয়ে গ্রামবাসীদের কোনও অভিযোগ থাকবে না। কিন্তু বাংলার প্রত্যন্ত গ্রামে ডিজিটাল লেনদেন করা কতটা সম্ভব?‌ তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট পরিষেবা কাজ করে না।

কিন্তু কে শোনে কার কথা!‌ কোনও আলোচনা ছাড়াই কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করেছে বলে সূত্রের খবর। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের ১৫ অগস্টের মধ্যে দেশের প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি পঞ্চায়েতে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা কার্যকর করতে হবে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে রাখতে হবে কিউআর কোড এবং ইউপিআই পরিষেবার সুবিধা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের প্রায় সব সরকারি ক্ষেত্রেই অনলাইন পরিষেবা চালু করে দিয়েছেন। তবে এবার বাংলার প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ডিজিটাল লেনদেনের পরিকাঠামো গড়ে তুলতে সহযোগিতা করতে চলেছে বিশ্বব্যাঙ্ক। পঞ্চায়েত নির্বাচনের পরই চুক্তি হতে পারে।

আর কী জানা যাচ্ছে?‌ এই পরিষেবা বাস্তবায়িচ করতে একটি ইউপিআই পেমেন্ট সংস্থার সঙ্গে রাজ্যের আলোচনা চলছে বলে খবর। তবে পুরসভার সব কাজই এখন অনলাইনে হয় এই রাজ্যে। পঞ্চায়েতের কাজও অনলাইনে হয়। তবে প্রত্যন্ত এলাকার কাজ অনেক ধীরে হয়। কারণ সেখানের ইন্টারনেট ব্যবস্থা অনেক দুর্বল। তবুও গ্রাম পঞ্চায়েতগুলির নানা পরিষেবার ফি এবং কাজের টাকা অনলাইনে জমা দেওয়া যাবে। বাড়ির কর পঞ্চায়েতগুলির বাসিন্দারা অনলাইনে দিতে পারলে উপকার হবে। তবে রাজ্যের প্রান্তিক এলাকার গ্রামগুলিতে ইন্টারনেট পরিষেবা নিয়ে প্রশ্ন আছে।

আরও পড়ুন:‌ বাংলায় বন্ধ একশো দিনের কাজ–টাকা, মডেল রেশন দোকানের ভবিষ্যৎ বিশ বাঁও জলে

কেন এমন জরুরি উদ্যোগ?‌ ডিজিটাল লেনদেনের পরিষেবা কার্যকর হলে নগদ লেনদেনের ওপর নির্ভরতা কমবে। বিরোধীদের খোঁচা, মোদীর স্বপ্নের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পকে বাস্তবে রূপ দিতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র। তাই এবার সারসরি ফরমান জারি করেছে। আবার সময়সীমাও বেঁধে দিয়েছে। ২০২৩ সালের ১৫ অগস্টের মধ্যে দেশের সব গ্রাম পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন ব্যবস্থা কার্যকর করতে ফরমান জারি হয়েছে। সুন্দরবন, জঙ্গলমহল–সহ নানা জায়গায় ঠিকমতো ইন্টারনেট পরিষেবা মেলে না। আসলে এই পরিষেবা চালু করতে ঘুরিয়ে চাপ দেওয়া হয়েছে পঞ্চায়েতগুলিকে।