Bird flu virus: বার্ড ফ্লু ভাইরাসের দাওয়াই নাকি মানুষের শরীরেই নাকি আছে! কাজ করে কীভাবে?

বার্ড ফ্লু ভাইরাসের সুরাহা কীসে? দীর্ঘদিন ধরেই তাঁর খোজে ছিলেন বিজ্ঞানীরা। অবশেষে খোঁজ মিলল একটি ভাইরাস মারণকারী জিনের। সম্প্রতি, বার্ড ফ্লু ভাইরাসের প্রোটিনকে নিস্ক্রিয় করতে পারে এমন জীনের খোঁজ মিলেছে। প্রসঙ্গত, বার্ড ফ্লু মূলত পাখিদের মধ্যেই বেশি পরিমাণে ছড়ায়‌। তবে পাখির প্রজাতি ছাড়া গবাদি পশুদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। বিভিন্ন দেশে এখনও এর প্রকোপ প্রবল পরিমাণে রয়েছে। এমনকী এই রোগে মৃত্যুর হারও উদ্বেগজনক। তবে শুধু পশুদের মধ্যে নয়, মানুষকেও রীতিমতো সংক্রমিত করতে পারে এই ভাইরাস। সংক্রমিত পশু বা পাখির সংস্পর্শে এলে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, বার্ড ফ্লু মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায়। বিজ্ঞানীদের কথায়, মূলত কিছু বন্য হাঁস, গালপাখি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই ভাইরাসের প্রকোপে। 

আরও পড়ুন: বমির তোড়ে উপড়ে এল সব দাঁত, কোন বীভৎস রোগে ফোকলা হলেন এই মহিলা

আরও পড়ুন: প্রোটিন ড্রিঙ্ক খেয়ে কিশোরের মৃত্যু, লেবেলে সতর্কতা দেওয়ার কথা ভাবছে ব্রিটেন

সম্প্রতি এমআরসি গ্লাসগো সেন্টার ফর ভাইরাস রিসার্চের তরফে, মানুষের শরীরের ১০০টির বেশি জিনের পরীক্ষা নিরীক্ষা করা হয়‌। একই জিনগুলি বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হলে কেমন আচরণ করে, তাও লক্ষ করেছেন বিজ্ঞানীরা। দুরকম অবস্থায় জিনগুলি পরীক্ষা করার পর একটি বিশেষ জিনকে শনাক্ত করা গিয়েছে। বিটিএন৩এ৩ নামের ওই জিনটি ফুসফুসের আপার ও লোয়ার ট্র্যাক্টে থাকে। বি ফোর্স ডাকনামে পরিচিত এই জিনটিই বার্ড ফ্লু ভাইরাসের যম হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা

কেন বি ফোর্স জিনকেই বার্ব ফ্লুয়ের যম বলছেন বিজ্ঞানীরা?

যে কোনও ভাইরাসের রোগ ছড়ানোর দুটি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে কোনও বাহক থেকে ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে। দ্বিতীয় পর্যায়ে এই ভাইরাসে থাকা প্রোটিন ভাইরাসের নকল করতে শুরু করে। অর্থাৎ, ভাইরাসের ‘জেরক্স’ বানিয়ে এর সংখ্যা বাড়াতে থাকে। বিজ্ঞানের পরিভাষায় একে রেপ্লিকেশন বলা হয়। এই রেপ্লিকেশনকেই রুখে দিতে পারে ফুসফুসের বি ফোর্স জিন।

প্রসঙ্গত বার্ড ফ্লু ভাইরাসের একটাই ধরন হয় তা নয়। এর বিভিন্ন ধরন বা স্ট্রেন রয়েছে। সেই স্ট্রেনগুলির বেশিরভাগের বিরুদ্ধেই সফলভাবে লড়াই করতে পারে বি ফোর্স জিন। বার্ড ফ্লুয়ের পাশাপাশি অন্য ফ্লু ভাইরাসকেও কি রুখে দিতে পারে এই জিন? বিজ্ঞানীদের কথায়, বার্ড ফ্লু ভাইরাসের ক্ষেত্রেই জিনটি সফলভাবে কাজ করছে। মানুষের সাধারণ যে মরসুমি ফ্লু হয়, সে ক্ষেত্রে এটি সক্রিয় নয়।