HK Diwadi: শেষ দিনে এল মেয়াদবৃদ্ধির ছাড়পত্র, আরও ৬ মাস মুখ্যসচিব থাকছেন হরিকৃষ্ণ দ্বিবেদী

যাবতীয় জল্পনার অবসান, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সেবার মেয়াদ বাড়াল কেন্দ্রীয় সরকার। তাঁর সেবার মেয়াদবৃদ্ধির আবেদন জানিয়ে কেন্দ্রকে অনুরোধ করেছিল রাজ্য সরকার। চাকরিজীবনের শেষ দিনে দিল্লি থেকে এসে পৌঁছল সম্মতিপত্র।

শুক্রবার ছিল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর চাকরিজীবনের শেষ দিন। তাই আগে থেকেই তাঁর চাকরির মেয়াদবৃদ্ধির আবেদন জানিয়ে দিল্লিকে আবেদন জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কোনও সাড়া না পাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছিল নবান্নে। কারণ, এর আগে আলাপন বন্দ্যোপাধ্যায়ের মেয়াদবৃদ্ধির আবেদনে তাঁর চাকরিজীবন শেষের ১০ দিন আগেই সাড়া দিয়েছিল কেন্দ্র। হরিকৃষ্ণবাবুর ক্ষেত্রে দিল্লি থেকে কোনও চিঠি এসে না পৌঁছনোয় মুখ্যসচিব পদে বিকল্প হিসাবে বর্তমান স্বরাষ্ট্রসচিব ভগবতী প্রসাদ গোপালিকার নাম চূড়ান্ত করেছিল রাজ্য সরকার। যদিও তার আর দরকার পড়ল না।

২০২১ সালের ৩১ মার্চ মুখ্যসচিব পদে বসেন হরিকৃষ্ণ দ্বিবেদী। ঠিক তার আগের দিন কেন্দ্রের সঙ্গে টানাপোড়েনের জেরে তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে যোগদানের নির্দেশ দেয় কেন্দ্র। যদিও কেন্দ্রের চিঠি গ্রহণ না করে অবসরের সিদ্ধান্ত নেন আলাপন। সেই ডামাডোলের মধ্যে দায়িত্ব সামলান হরিকৃষ্ণ দ্বিবেদী। আপাতত ৬ মাস মুখ্যসচিব থাকবেন তিনি।

রাজ্যের তরফে বারবার মুখ্যসচিবদের মেয়াদবৃদ্ধি নিয়ে রাজ্যসভায় বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, রাজ্যে কি যোগ্য IAS-এর অভাব পড়েছে? এর ফলে যোগ্যদের পদোন্নতি আটকে যাচ্ছে। তারা বঞ্চিত হচ্ছেন। কেন্দ্রের সঙ্গে রাজ্যের গোপন আঁতাত রয়েছে। যার ফলে বার বার মুখ্যসচিবদের মেয়াদ বৃদ্ধি হয়েছে। এটা ভালো হচ্ছে না।