Sukanta Majumder: রাজ্যপালকে আক্রমণ করায় স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ সুকান্তর

রাজ্যপালের তৎপরতার সমালোচনা করে পালটা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কটাক্ষের মুখে পড়লেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিমানবাবুকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বললেন, যে স্পিকারের জমানায় বিধানসভাতেই বিরোধী বিধায়ককে শাসকদলে যোগদান করানো হয়, নিরপেক্ষতা নিয়ে তাঁর ভাষণ দেওয়া মানায় না।

শনিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন পালন অনুষ্ঠানে যোগদান করে বিমানবাবু বলেন, ‘আইনশৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের এক্তিয়ারভুক্ত। রাজ্যপাল এখানে কেন হস্তক্ষেপ করছেন আমি বুঝতে পারছি না। আমার মনে হয় সংবিধানের সীমার মধ্যে থেকে কাজ করলেই পারতেন। কিছু কিছু ক্ষেত্রে সংবিধানের বাইরে গিয়ে কাজ করছেন। উনি নিয়ে একটা অভিযোগ জানানোর জায়গা করে দিয়েছেন। এর কী মানে আমি জানি না। আমি কোনও রাজ্যে এমন দেখিনি।’

পালটা সুকান্তবাবু বলেন, ‘রাজ্যপাল কোথায় সংবিধানে নির্ধারিত সীমার বাইরে গিয়ে কাজ করেছেন সেটা স্পিকার দেখান। সংবিধানের কোন অনুচ্ছেদ ভেঙে রাজ্যপাল পদক্ষেপ করেছেন, তা উল্লেখ করুন স্পিকার। যে স্পিকারের আমলে বিরোধী বিধায়ককে বিধানসভাতেই শাসকদলে যোগদান করানো হয়, সেই স্পিকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে।’

বলে রাখি, পাহাড় সফর শেষে শুক্রবার রাতে হিংসা কবলিত কোচবিহার জেলায় পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার দিনভর সেখানে আক্রান্ত মানুষের সঙ্গে কথা বলেন তিনি। এমনকী রাজ্য থেকে সন্ত্রাস নির্মূল করবেন বলে ঘোষণা করেছেন রাজ্যপাল। তবে তৃণমূলের দাবি, রাজ্যপাল বিজেপির নির্দেশে কাজ করছেন। তিনি পক্ষপাতদুষ্ট। যা মানতে রাজি নয় বিজেপি। তাদের দাবি, তৃণমূল ও তাদের স্বৈরাচারের প্রতিষেধক খোঁজার চেষ্টা করছেন রাজ্যপাল।