Dengue in South Dum Dum: দক্ষিণ দমদমে ডেঙ্গি আক্রান্তের চাপ সামলাতে মাতৃসদনেও করা হবে চিকিৎসার ব্যবস্থা

বর্ষা শুরু হতেই ডেঙ্গির বারবাড়ন্ত শুরু হয়। গত বছর দক্ষিণ দমদম পুরসভা এলাকার বহু মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। ইতিমধ্যেই বর্ষা শুরু হতেই দক্ষিণ দমদম পুরসভার বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি করেছি করতে হয়েছে কয়েকজনকে। এই সময় স্বাভাবিকভাবেই হাসপাতালগুলিতে ডেঙ্গি আক্রান্ত রোগীর চাপ বেশি থাকে। সেই কথা মাথায় রেখে এবার দক্ষিণ দমদম পুর হাসপাতালের পাশাপাশি পুরসভা পরিচালিত মাতৃসদনে ডেঙ্গির চিকিৎসা চালানোর পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের পরিকাঠামোকে উন্নত করা হচ্ছে।

আরও পড়ুন: বর্ষায় মশাবাহিত রোগ নিয়ে চিন্তিত পুরসভা, কলকাতার সিপিকে চিঠি মেয়রের

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এতদিন পুর হাসপাতালে ডেঙ্গির চিকিৎসার জন্য প্লেটলেট গোনার কোনও পরিকাঠামো ছিল না। সেই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত বছর দমদম পুরসভায় ডেঙ্গি ব্যাপক ধারণ করেছিল। প্রায় ৫০০ জন মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। যার মধ্যে মৃত্যু হয়েছিল তিন জনের। এ বছর বর্ষা আসতে না আসতেই বেশ কয়েকজন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন দমদম পুর এলাকায়।

এই ভরা বর্ষায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যে বাড়বে সেটা অস্বাভাবিক কিছু নয়। আবার দক্ষিণ দমদম পুরসভায় যে হাসপাতাল রয়েছে সেটিও রোগীর চাহিদার তুলনায় যথেষ্ট নয়। ফলে রোগীর সংখ্যা বাড়লে সে ক্ষেত্রে সমস্যা রয়েছে। তাই পরিস্থিতির কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা হিসেবে মাঠকল এলাকায় অবস্থিত মাতৃসদনে ডেঙ্গির চিকিৎসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ দমদম পুরসভা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, মাতৃসদন হাসপাতালে যে সংখ্যক শয্যা রয়েছে তার মধ্যে ১৬ টি শয্যাকে ডেঙ্গি চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হবে। এ বিষয়ে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, গত বছর ডেঙ্গি বাড়ায় দক্ষিণ পুরসভার হাসপাতালে রোগীর চাপ সামলাতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছিল। হাসপাতালে যে শয্যা সংখ্যা রয়েছে তাতে কখনই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয়। তাই মাতৃসদনে ডেঙ্গির চিকিৎসা চালু হচ্ছে। এর ফলে পুর হাসপাতালের উপর চাপ যেমন কমবে তেমনি ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা উপকৃত হবেন।

অন্যদিকে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন বাসিন্দাদের বক্তব্য, উত্তর দমদম কিংবা দক্ষিণ দমদম পুর হাসপাতালে যাতায়াতের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে তাঁদের। ফলে মাতৃসদনে ডেঙ্গির চিকিৎসার ব্যবস্থা হলে তাঁরা উপকৃত হবেন। এর পাশাপাশি ডেঙ্গি মোকাবেলায় পুরসভার তরফে প্রচার চালানো হচ্ছে। কোনওভাবে যাতে বাড়িতে জল জমে না থাকে সে বিষয়ে নাগরিকদের সতর্ক করা হচ্ছে।