Guru Purnima 2023: গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে গুরুকে জানান শ্রদ্ধা ও প্রণাম, পাঠিয়ে ফেলুন এই বার্তা

গুরুপূর্ণিমার পুণ্যতিথিতে নিজেদের শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুকে শ্রদ্ধা ভক্তি জানানোর দিন।  ছোট থেকে বাবা ও মায়ের পর তিনিই আমাদের অন্যতম অভিভাবক। তার কাছ থেকে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ পাই আমরা। তাই গুরুপূর্ণিমার দিন অবনতমস্তকে তাঁদের শুভেচ্ছা জানানোর দিন। নিজের গুরুকে শুভেচ্ছা জানাতে কেমন মেসেজ পাঠানো যায়, দেখে নেওয়া যাক একঝলকে।

১) জীবনের প্রথম শিক্ষক বাবা-মা। আর তার পরেই আমাদের গুরু। গুরু পূর্ণিমার এই পুণ্যতিথিতে তাই বাবা-মা’কেই অসংখ্য প্রণাম। 

২) গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রীগুরুবে নমঃ। শুভ গুরু পূর্ণিমার অসংখ্য প্রণাম।

আরও পড়ুন: Hair Mask Tips: হেয়ার মাস্ক হিসেবে দারুণ কাজ দেয় দইয়ের ৫ মিশ্রণ, ব্যবহার করলেই সুফল

আরও পড়ুন: কীভাবে হাইভোল্টেজ তারের সংস্পর্শে এসে ত্রিপুরায় রথ দুর্ঘটনা? তদন্ত কমিটি ইসকনের

৩) অজ্ঞানের অন্ধকার থেকে আপনিই জ্ঞানের আলোর পথে পৌঁছে দিয়েছেন। শুভ গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আপনাকে অসংখ্য প্রণাম। 

৪) গুরুর আশীর্বাদে জীবনের সব বাধা বিপত্তি দূর হয়, আমার অসংখ্য প্রণাম আপনাকে। শুভ গুরু পূর্ণিমা।

৫) গুরু পূর্ণিমার পুণ্যতিথিতে আমার গুরু ও শিক্ষককে সশ্রদ্ধ প্রণাম জানাই। তাঁর দেখানো পথেই আমার এগিয়ে চলা।

৬) বছরের প্রতি দিন গুরু ও শিক্ষকের দেখানো পথে এগিয়ে চলেছি। তাই তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। শুভ গুরু পূর্ণিমা।

৭) আমার জীবনকে আলোয় ভরিয়ে দেওয়ার জন্য আপনাকে চিরকাল শ্রদ্ধা করি‌‌।গুরু পূর্ণিমার অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। 

৮) আপনার আশীর্বাদ এবং শিক্ষার আলোয় আমার দৃষ্টি তৈরি হয়েছে। দূর হয়েছে জীবনের অন্ধকার। শুভ গুরু পূর্ণিমা।

৯) ছোট থেকে জীবনের প্রতি ধাপে আপনি আমার অনুপ্রেরণা, আপনার দেখানো পথই আমাকে তৈরি করেছে। শুভ গুরু পূর্ণিমা।

১০) গুরুর স্থান আমাদের জীবনে সকলের উপরে। তিনিই আমাদের পরম শিক্ষা দান করেন। শুভ গুরু পূর্ণিমা।