Harish Salve on ED: ‘ইডিকে বিরাট ক্ষমতা দিয়েছে,খপাখপ ধরে জেলে পাঠিয়ে দেয়,’ আঙুল তুললেন সালভে

আব্রাহাম থমাস

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিপুল ক্ষমতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেশের অন্যতম নামকরা আইনজীবী হরিশ সালভে। আর্থিক প্রতারণার মামলায় রিয়েলিটি ফার্ম এম৩এমের ডিরেক্টরদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, ইডিকে একেবারে ভয়াবহ ক্ষমতা দেওয়া হয়েছে। লোকজনকে ধরে খপাখপ জেলে ভরে দেয়। সুপ্রিম কোর্টের এনিয়ে নজর দেওয়া দরকার।

গুরগাঁওয়ের ওই কোম্পানির দুই ডিরেক্টর ভাই বসন্ত বনশাল ও পঙ্কজ বনশাল বর্তমানে ইডির হেফাজতে রয়েছেন। আর আইনজীবী সালভে সেই ইডির ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন। তিনি বলেন, ওই দুই ভাইকে প্রশ্ন করার জন্য ডাকা হয়েছিল। এরপর সবশেষে তাদের হাতে সমন ধরানো হল। তারা তখন বলেছিল সঠিক পদ্ধতিতে সমন পাঠান। এরপরই তাদের গ্রেফতার করা হল। আর অভিযোগ আনা হল যে তারা সমন নিতে অস্বীকার করেছে। সেকারণে গ্রেফতার করা হয়েছে।

সালভে বলেন, এমন ঘটনা যখন হচ্ছে তখন আমাদের সতর্ক হওয়া দরকার। এটা ভয়ঙ্কর ক্ষমতা। ইডিকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এতে যদি লাগাম পরানো না হয় তবে নাগরিকদের পরিণতি ভালো হবে না।

বিচারপতি এএস বোপান্না ও এমএম সুন্দরেশের বেঞ্চের সামনে এসেছিলেন সালভে। পঙ্কজ সহ অন্যান্যদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল দিল্লি হাইকোর্ট। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল ইডি। একটি দুর্নীতির মামলায় ওই দুই ভাইয়ের যোগ ছিল বলে খবর। গত১ জুন তাদের প্রেমিসেসে হানা দিয়েছিল ইডি। অভিযোগ উঠেছিল একাধিক শেল কোম্পানির মাধ্যমে আইআরইও গ্রুপের কাছ থেকে সব মিলিয়ে ৪০০ কোটি টাকা নিয়েছিল M3M । অভিযোগ এমনটাই। সালভে উল্লেখ করেন, এফআইআরে পঙ্কজের নাম ছিল না। সেখানে রুপ বনশাল নামে অপর ডিরেক্টরের নাম ছিল। সালভে বলেন, ইডিকে অত্যন্ত শক্তিশালী ক্ষমতা দেওয়া হয়েছে। সেটা ব্যবহার করেই তারা জেলে পাঠিয়ে দেয়।

এদিন অপর আইনজীবী মুকুল রোহতাগি ও মনিন্দর সিং তাঁর সহযোগী হিসাবে ছিলেন।