Property Right of Adopted Child: দত্তক সন্তান কি তার নিজের বাবা-মায়ের সম্পত্তি দাবি করতে পারেন? বড় রায় দিল হাইকোর্ট

দত্তক শিশু কি তার নিজের বাবা মায়ের সম্পত্তির ভাগ পাবে? এনিয়ে এবার তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। মঙ্গলবার কার্যত ৪৬ বছর বয়সি পুরানো দ্বন্দ্বেরও অবসান ঘটানো হয়েছে।

বিচারপতি পি নবীন রাও, বিচারপতি বি বিজয়সেন রেড্ডি ও বিচারপতি নাগেশ ভীমাপাকার বেঞ্চ তাঁদের রায়ে জানিয়েছেন, যদি দত্তক নেওয়ার আগে সম্পত্তি ভাগাভাগি হয়ে থাকে আর সম্পত্তি সেই দত্তক নেওয়া শিশুকে দেওয়া হয়ে থাকে তবে সে দত্তক নেওয়া পরিবারে তার প্রাপ্ত সম্পত্তি নিয়ে যেতে পারবেন।

আদালত জানিয়েছে, দত্তক নেওয়ার আগে যদি সম্পত্তির ভাগাভাগি হয়ে থাকে আর সম্পত্তিটা যদি ওই শিশুর হাতে তুলে দেওয়া হয় অথবা সে নিজে থেকেই সেই সম্পত্তির অধিকারী হন অর্থাৎ তার নিজের বাবা মায়ের উইলের মাধ্যমে সে সেই সম্পত্তির অধিকারী হয় তবে সে সে অন্য পরিবারে দত্তক হিসাবে প্রতিপালিত হলেও তার বাবা মায়ের সম্পত্তির অধিকারীও সে হবে।

এবার মূল মামলার বিষয়টি একটু দেখে নেওয়া যাক। লাইভ ল-এর প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ১৯৭৭ সালে এই দ্বন্দ্বটা তৈরি হয়েছিল। সিভিল কোর্টের সামনে সেই মামলাটা তুলে ধরা হয়েছিল। পার্টিশন ও সেপারেট পার্টিশনের সেই মামলাকে কেন্দ্র করে নানা চর্চা শুরু হয়। এদিকে আবেদনকারী শিশুকে দত্তক নিয়েছিলেন তার মামা। এদিকে তিনি যে দত্তক সন্তান সেটা জানার পরে তিনি যে পরিবারে জন্ম নিয়েছিলেন সেখান থেকে তিনি সম্পত্তির অধিকার চান। এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই। এদিকে রায় দেওয়ার সময় সুপ্রিম কোর্টের অতীতের নানা রায়কে সামনে আনে তেলেঙ্গানা হাইকোর্ট।

তবে তেলেঙ্গানা হাইকোর্টে ৪৬ বছর বয়সি পুরানো মামলার অবসান হয়েছে এদিন। সেখানে বলা হয়েছে একজন দত্তক সন্তান তার নিজের বাবা মায়ের সম্পত্তির দাবিদার হতে পারেন না। কিন্তু এক্ষেত্রে শর্ত রয়েছে। দত্তক নেওয়ার আগে যদি সেই সম্পত্তি ওই সন্তানের হাতে তুলে দেওয়া হয় বা তার নামে উইল করা হয় তবে তিনি সেই সম্পত্তির দাবিদার হতে পারেন।