Sayani Ghosh: ‘মা অসুস্থ’, ইডির হাজিরার আগের দিন TMCর প্রচার থেকে সরে দাঁড়ালেন সায়নী ঘোষ

মুখে বড় বড় বুলি ছাড়লেও পঞ্চায়েত ভোটের প্রচারে মঙ্গলবারও দেখা গেল না যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে। মঙ্গলবার দলের প্রচারসূচিতে সায়নীর নাম থাকলেও শেষ মুহূর্তে মায়ের শরীর খারাপ বলে সরে দাঁড়ালেন তিনি। এর পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, মায়ের শরীর খারাপ যদি কোনও কারণে বেড়ে যায় তাহলে কি বুধবার ইডি দফতরে যাবেন সায়নী?

গত মঙ্গলবার ইডির নোটিশ জারির পর থেকে রাজনীতির ময়দানে আর দেখা যায়নি সায়নীকে। বুধ ও বৃহস্পতিবার সায়নী কার্যত গায়েব হয়ে গিয়েছিলেন। তিনি কোথায় রয়েছেন তা বলতে পারেননি তাঁর বাবা থেকে দলের নেতারাও। শেষে শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিধাননগরের সিজিও কমপ্লেক্সে উদয় হন সায়নী। প্রায় সাড়ে ১১ ঘণ্টা জেরার পর রাতে বেরোন তিনি। জানান, বুধবার তাঁকে ফের তলব করেছে ইডি। 

পরদিন সকালে বিক্রমগড়ে বাড়ির সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের সায়নী বলেন, আমি বোল্ড চরিত্র। আমার আইনজীবী দরকার হয় না। দল আমার পাশে আছে। আমি দলের যুব নেত্রী, আমি পঞ্চায়েত নির্বাচনের প্রচারে থাকব না তা হয় না কি? ২৪ ঘণ্টা সময় দিন। ফের মাঠে নামব। তার পর কেটে গিয়েছে গোটা ৩টে দিন। সায়নীর নাম দেখা যায়নি তৃণমূলের প্রচারসূচিতে। মঙ্গলবারের প্রচারসূচিতে দেখা যায় সায়নীকে পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। অবশেষে সায়নী প্রচারে বেরোচ্ছেন বলে ধরে নেন সবাই। কিন্তু বেলা বাড়লে জানা যায়, সায়নীর জানিয়েছেন, মা অসুস্থ, তাই মঙ্গলবার প্রচারে যেতে পারবেন না তিনি।

ওদিকে সায়নী অন্তর্ধান নিয়ে তৃণমূলের অন্দরেও শুরু হয়েছে গুঞ্জন। তবে কি সায়নীকে ছেঁটে ফেলতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? সূত্রের খবর, বিক্রমগড়ের ফ্ল্যাট কেনার জন্য সায়নী ৬০ লক্ষ টাকা ঋণ নিয়েছেন বলে ইডিকে জানিয়েছেন। কিন্তু সেই ঋণের কোনও নথি দেখাতে পারেননি তিনি। বুধবারের জেরার নথি না দেখাতে পারলে সায়নীর পরিণতি কুন্তল – শান্তনুর মতো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।