Former Cricketer Praveen Kumar Narrowly Survives Horror Car Accident Know All Details

মেরঠ: ঋষভ পন্থের (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনার রেশ এখনও সকলের মনে টাটকা। কার্যত মৃত্যুমুখ থেকে ফিরেছিলেন পন্থ। এখনও তিনি সেরে ওঠার লড়াই চালাচ্ছেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছে তাঁর রিহ্যাব।

তার মাঝেই গাড়ি দুর্ঘটনার কবলে আরও এক ক্রিকেটার। অল্পের জন্য প্রাণরক্ষা হল তাঁর।

কে তিনি? জাতীয় দলের প্রাক্তন পেসার প্রবীণ কুমার (Praveen Kumar)। গাড়ি দুর্ঘটনার কবলে ভারতের প্রাক্তন ক্রিকেটার। মঙ্গলবার রাতে মেরঠে একটি ট্রাক সামনে থেকে এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে। সেই সময় গাড়িতে প্রবীণের সঙ্গে ছিল তাঁর ছেলেও। এই ঘটনায় ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।

কেমন আছেন প্রবীণ? প্রাক্তন তারকা প্রবীণ কুমারের গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনায়। তবে ক্ষতি হয়নি প্রাক্তন পেসার বা তাঁর পুত্রের। ভাল আছেন তাঁরা।

মঙ্গলবার রাতে উত্তরপ্রদেশের মেরঠে ঘটে এই দুর্ঘটনা। রাত ১০টা নাগাদ দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় প্রবীণ কুমারের ল্যান্ড রোভার গাড়িতে। দুর্ঘটনার সময় প্রবীণের সঙ্গে গাড়িতেই ছিল তাঁর ছেলে। সেও আহত হননি। তবে প্রবীণের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় সিভিল লাইনস পুলিশ। তারা ধাক্কা দেওয়া গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যায়। সেই সঙ্গে প্রবীণ কুমার ও তাঁর ছেলেকে বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করে পুলিশ। প্রবীণ কুমার পাণ্ডব নগর থেকে মুলতান নগরে নিজের বাড়িতে ফিরছিলেন।

এই নিয়ে দ্বিতীয়বার গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন প্রবীণ কুমার। ২০০৭ সালে আন্তর্জাতিক কেরিয়ার শুরু হওয়ার পর পরই প্রবীণের গাড়ি দুর্ঘটনা হয়েছিল। 

 


সূত্রের খবর, মঙ্গলবার স্থানীয় বাসিন্দারাই প্রথমে ট্রাকচালককে ধরেন। কিছু ক্ষণ পরে সেখানে পুলিশ এসে পৌঁছলে পুলিশের হাতে ট্রাকচালককে তাঁরা তুলে দেন। ট্রাকচালককে থানায় নিয়ে যায় পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ট্রাকচালককে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      

https://t.me/abpanandaofficial