Same sex marriage: সমকামী বিবাহে সম্মতি নেপাল সুপ্রিম কোর্টের, ঐতিহাসিক রায়ে সরকারকে বিশেষ নির্দেশ

সমকামী বিবাহে সম্মতি জানাল নেপালের সুপ্রিম কোর্ট। এই মর্মে শীর্ষ আদালতের তরফে একটি অন্তর্বর্তী নির্দেশ জারি করা হয়েছে। তাতে সরকারকে নির্দেশ দেওয়া হয় এই সংক্রান্ত আইন সংশোধন করার জন্য। শুক্রবার এই নির্দেশে নেপাল সরকারকে নির্দেশ দেওয়া হয়, বিষমকামী বিবাহের মতোই সমকামী বিবাহকেও স্বীকৃতি দিতে। মাননীয় বিচারপতি তিল প্রসাদ শ্রেষ্ঠার বেঞ্চ এই নির্দেশ দেয়। প্রসঙ্গত , ন্য়াশনাল সিভিল কোড অ্যাক্ট ২০১৭ (২০১৪) আইনে বলা হয়েছে,বিবাহ হল এমন একটি পদ্ধতি যেখানে একজন পুরুষ ও একজন নারী পরস্পরকে স্বামী স্ত্রী হিসেবে মেনে নেন। পরিবার আইনের অধীনে এই ধারায় প্রয়োজনীয় সংশোধনী আনতেই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে আদালত।

জবার গুণেই ভালো থাকবে চুল! বর্ষায় যত্ন নেবেন কীভাবে

জাগতে পারে ইতালির ভয়াবহ আগ্নেয়গিরি! বিশ্ব জুড়ে প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা

নেপালের নাগরিক অধীপ পোখারেল ও জার্মানির নাগরিক তোবিয়াস ভোলজের দায়ের করা পিটিশনের ভিত্তিতে এই রায় দেয় আদালত। প্রসঙ্গত উক্ত দুই ব্যক্তির বিয়ে হয়েছে ২০১৮ সালে। ভোলজ ইতিমধ্যে ২০২২ সালে একটি ভিসার আবেদন করেছেন নেপালে থাকার জন্য। অধীপের সঙ্গে থাকার জন্য নন টুরিস্ট ভিসার আবেদন করেছিলেন তিনি। কিন্তু তাতেই বাধ সাধে আইন। নেপাল প্রশাসনের তরফে সেই আবেদন নাকচ করে দেওয়া হয়। কারণ নেপালের আইনে সমকামী বিবাহের কোনও বৈধতা নেই। এর পরেই সোজা শীর্ষ আদালতের দ্বারস্থ হন দুই সঙ্গী। সেখান থেকেই শেষ পর্যন্ত ভিসার আবেদন গ্রাহ্য হল। 

প্রসঙ্গত, নেপালের শীর্ষ আদালতের সাম্প্রতিক রায় নেপালের ভাবমূর্তির সঙ্গে সামঞ্জস্য রেখেই দেওয়া। বরাবরই মুক্তচিন্তায় বিশ্বাসী এই ছোট দেশটি। ২০০৮ সালে এই দেশে এলবিজিটি আন্দোলনের সূত্রপাত হয়। দক্ষিণ এশিয়ার মধ্যে সেই প্রথম দেশ ছিল যেখানে এলবিজিটকিউদের জন্য আন্দোলন শুরু হয়। তাঁদের সেই সময় তৃতীয় লিঙ্গের অধিকার দেওয়ার সপক্ষে শুরু হয়েছিল আন্দোলন। সুনীল বানু পান্টের সঙ্গে নেপাল সরকারের মামলা চলেছিল সেই সময়। ২০১২ সালে নেপালের শীর্ষ আদালত এক সমকামী নারী দম্পতিকে একসঙ্গে থাকার অনুমতিও দিয়েছিল। ২০১৫ সালে নেপালে যৌনতা ও লিঙ্গের আইনে বেশ কিছু বদলও আনা হয়েছে। এই দিনের রায়ে সেই বদলই আরেক নতুন মাত্রা পেল বলে মনে করছে সমাজের একাংশ। প্রসঙ্গত, ২০১৯ সালে তাইওয়ানে সমকামী বিবাহকে সম্মতি দেওয়া হয়েছিল। এই বছর নেপাল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় দেশ যেখানে এই বিবাহ সম্মতি পেল।