Sayani Ghosh: নিজেই বলেছিলেন বুধবার আসব, হাজিরা এড়ানোয় সায়নীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ EDর

নিয়োগ দুর্নীতিতে ইডির জেরা এড়িয়ে বুধবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়েছেন সায়নী ঘোষ। তবে ভোট মিটলেই তদন্তকারীদের সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছেন তিনি। এরই মধ্যে সায়নীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল ইডি। সূত্রের খবর, শুক্রবার ইডির তদন্তকারীদের সায়নী জানিয়েছিলেন বুধবার ফের হাজির হবেন তিনি। কিন্তু এদিন তিনি চিঠি দিয়ে জানিয়েছেন, ভোট না মিটলে হাজিরা দিতে পারবেন না তিনি।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত শুক্রবার সায়নীকে সাড়ে ১১ ঘণ্টা জেরা করেন গোয়েন্দারা। ইডি সূত্রে জানা গিয়েছে, সেদিন জেরার শেষে সায়নীকে তাঁরা জানান, জেরা অসম্পূর্ণ। সোমবার ফের হাজিরা দিতে হবে তাঁকে। সেকথা শুনে সায়নী বলেন, সোমবার নয়, বুধবার হাজিরা দিতে চান তিনি। সায়নীর আবেদনে সাড়া দিয়ে তাঁকে বুধবার হাজির হতে বলেন তদন্তকারীরা।

ইডি সূত্রে জানা গিয়েছে, নিজে সময় দিয়ে হাজিরা এড়িয়েছেন সায়নী। এমনকী তিনি চিঠি দিয়ে যে কারণ দেখিয়েছেন তাও গ্রহণযোগ্য মনে হচ্ছে না তদন্তকারীদের। ইডির প্রশ্ন, শুক্রবারও তো পঞ্চায়েত নির্বাচনের প্রচার ছিল। সেদিন হাজিরা দিতে পারলে বুধবার কেন হাজিরা দিতে পারলেন না সায়নী? তাড়াছা গত বুধবার থেকে টানা এক সপ্তাহ প্রচারে দেখা যায়নি সায়নীকে। ইডির হাজিরার দিনই তাঁর প্রচার করা গুরুত্বপূর্ণ হয়ে উঠল।

ইডির তরফে জানা গিয়েছে, সায়নী এদিন যে নথি পাঠিয়েছেন তা খতিয়ে দেখার কাজ চলছে। তবে সেই নথি দেখিয়ে সায়নীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেজন্য সশরীরে হাজিরা দিতে হবে সায়নীকে। সায়নী হাজিরা এড়ানোর পর তাঁর বিরুদ্ধে কী পপদক্ষেপ করা যায় তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। দিল্লির আধিকারিকদের সঙ্গেও কথা বলছেন গোয়েন্দারা।