TMC Rajya Sabha Candidate List: রাজ্যসভা নির্বাচনে ৬ প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের, তালিকায় আছে বড় চমক

রাজ্যসভা নির্বাচনের জন্য ৬ প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। এবারে টিকিট দেওয়া হয়েছে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, সমিরুল ইসলাম, প্রকাশ চিক বড়াইক এবং সাকেত গোখলেকে। প্রসঙ্গত, আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন। ১৩ জুলাই মনোনয়ন পর্ব শেষ হবে। এদিকে রাজ্যে আজ চলছে পঞ্চায়েতের ৬৯৬টি বুছের পুনর্নির্বাচন। আগামিকাল ফল প্রকাশ। এরই মাঝে বড় ঘোষণা করল তৃণমূল। উল্লেখ্য, এবার শান্তা ছেত্রী এবং সুস্মিতা দেবকে বাদ দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের জায়গায় সমিরুল ইসলাম এবং প্রকাশ বড়াইককে টিকিট দিয়েছে দল। সমিরুল বাংলা সংস্কৃতি মঞ্চের সভাপতি এবং সমাজকর্মী। এদিকে প্রকাশ হলেন আলিপুরদুয়ার জেলার তৃণমূলের সভাপতি। এবারে টিকিট পেয়েছেন আরটিআই কর্মী ও তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেও। এদিকে একটি আসনে এবার উপনির্বাচন হবে। সেই আসনের জন্য কাকে টিকিট দেওয়া হয়েছে তা এখনও স্পষ্ট নয়। (পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যাবতীয় খবর এবং লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে)

প্রাথমিক ভাবে জল্পনা চলছিল, কুণাল ঘোষকে হয়ত আবারও রাজ্যসভায় পাঠাতে পারে তৃণমূল কংগ্রেস। এদিকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা প্রণব পুত্র অভিজিৎকেও টিকিট দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে এই দু’জনকে টিকিট না দিয়ে নতুন মুখকে সামনে আনল তৃণমূল কংগ্রেস। এদিকে লুইজিনহো ফেলেইরো রাজ্যসভার আসন থেকে পদত্যাগ করার পর সেটি খালি হয়। সেই আসনের উপনির্বাচনও হচ্ছে এবারে। এদিকে এবারের তালিকায় অন্যতম চমক হলেন সাকেত গোখলে। বিগত দিনে একাধিক ইস্যুতে আরটিআই করে বিজেপিকে তোপ দেগেছেন সাকেত। আবার জেলেও গিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা চলছে। এহেন সাকেতকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা।

প্রসঙ্গত, ১৮ অগস্ট পশ্চিমবঙ্গের ছয় সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। ডেরেক ও’ব্রায়েন, সুস্মিতা দেব, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রীর মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। তাঁদের মধ্যে শান্তা ও সুস্মিতা বাদ পড়েছেন এবারের তালিকা থেকে। দোলা, সখেন্দুশেখর, ডেরেককে এবারও টিকিট দিয়েছে দল। এবারে খালি হওয়া ছ’টি আসনের প্রত্যেকটিতে জয়ের জন্য ৪২ জন করে বিধায়কের ‘প্রথম পছন্দের ভোট’ প্রয়োজন। এই নিয়মে তৃণমূল কংগ্রেসের পাঁচটি আসনে জেতার কথা। ষষ্ঠ আসনটিতে বিজেপি জিতবে বলে ধরে নেওয়া হচ্ছে।

এদিকে রাজ্যসভার নির্বাচনের প্রস্তুতির জন্য রবিবারই বিধানসভায় তৃণমূল বিধায়কদের তলব পড়েছিল। প্রতিটি আসনের মনোনয়নের জন্য ১০ জন প্রস্তাবকের সই প্রয়োজন। এদিকে প্রতি প্রার্থীর জন্য চারটি করে মনোনয়ন পত্রের সেট তৈরি রাখা হচ্ছে। উল্লেখ্য, আগামী ১৩ জুলাই শেষ হবে মনোনয়ন পর্ব। ওই দিনও রাজ্যের সব বিধায়কদের হাজির হতে বলা হয়েছে বিধানসভায়।