অর্ধেক মাস পর নবান্নে পা রাখলেন মুখ্যমন্ত্রী, ধীর পায়ে এগিয়ে গেলেন দফতরে

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশ হয়ে গিয়েছে। যেটুকু বাকি আছে তা আজকের মধ্যে প্রকাশ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এই পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার প্রাকৃতিক দুর্যোগে পড়েছিল। তখন ওই পরিস্থিতিতে হেলিকপ্টারকে সেনাবাহিনীর হেলিপ্যাডে জরুরি অবতরণ করা হয়। আর তার জেরে কোমরে এবং পায়ে মারাত্মক চোট পান মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। তার পর থেকেই চলছিল চিকিৎসা। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এসে চলছিল ফিজিওথেরাপি। সবার কাছেই একটা প্রশ্ন ছিল, কবে সুস্থ হয়ে নবান্নে ফিরবেন বাংলার দিদি?‌

এবার তার উত্তর তিনি নিজের উপস্থিতির মধ্যে দিয়েই দিলেন। আজ, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে এলেন নবান্নে। গত ২৭ জুন হেলিকপ্টার বিভ্রাটে বাঁ–পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোমরের হাড়ে আঘাত লেগেছিল। তারপর থেকে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের দেখিয়ে চলছিল চিকিৎসা। গৃহবন্দি ছিলেন তিনি ক’‌দিন। তবে চিকিৎসকেরা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন যত কম মুভমেন্ট করবেন, ততই ভাল। যদি এখন তিনি জোরে হাঁটতে পারছেন না। যাঁকে সবাই পাহাড় থেকে সমতলে হন–হন করে হাঁটতে দেখতেন আজ তিনি অত্যন্ত ধীর গতিতে হেঁটে নবান্নে প্রবেশ করলেন।

এদিকে একটু সুস্থ হতেই বুধবার নবান্নে চলে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার নবান্নে তিনি গাড়ি থেকে নেমে বেশ ধীর পায়ে এগিয়ে যান লিফটের দিকে। তবে এখনও কয়েকদিন মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি চলবে বলে চিকিৎসকদের সূত্রে খবর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। হাঁটুতে ফ্লুইড জমেছিল, যা বের করা হয়েছে। আরও চারদিন বাড়িতে বিশ্রাম নিতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু কাজের তাগিদ তাঁকে তাড়া করে আজ নবান্নে নিয়ে গেল। বাংলার মানুষের জন্য কাজ তিনি ফেলে রাখতে চান না। প্রায় দু’সপ্তাহ পর আজ তিনি নবান্নে এলেন। এখন অবশ্য তিনি পঞ্চায়েত নির্বাচনের ফলাফলও জেনে গিয়েছেন।

আরও পড়ুন:‌ ‘‌দেখ কেমন লাগে’‌, জেলা পরিষদে সাফল্য পেয়েই শুভেন্দুকে টুইট খোঁচা কুণালের‌

অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে জয়ের সাফল্য তিনি মানুষের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাছাড়া মুখ্যমন্ত্রী খনার বচন বিশ্বাস করেন। তাই মঙ্গলে উষা বুধে পা—এই বচন মেনেই বুধবারকে বেছে নিয়েছে। আর চলে এসেছেন নবান্নে। এখনও তাঁর পায়ে কিছু সমস্যা রয়েছে। তাই তিনি সম্পূর্ণ সুস্থ নন। এই পরিস্থিতিতেও তিনি নবান্নে এসেছেন। আর কাজে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে দেখে অনেকেই চমকে উঠেছেন। ব্যথা পা নিয়ে তিনি হাজির হয়েছেন দেখে আবার অনেকে খোঁজখবর নিয়েছেন। কেমন আছেন?‌ জিজ্ঞাসা করেছেন অনেক কর্মীই। মুখ্যমন্ত্রী মৃদু হেসে জবাব দিয়েছেন, ‘‌আগের থেকে ভাল।’‌