Ishan Kishan: কোহলিকে নির্দেশ, উইন্ডিজ ব্যাটারকে স্লেজিং, স্টাম্প-মাইকে শুনুন ঈশানকে!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডমিনিকার উইন্ডসর পার্কে শুরু হয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট (WI vs IND 1st Test) । দুই রবির (রবিচন্দ্রন অশ্বিন ৫ উইকেট, রবীন্দ্র জাদেজা ৩ উইকেট) দাপটে ব্রেথওয়েট অ্যান্ড কোং প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে গিয়েছে। প্রথম দিনের শেষে ভারত রোহিত (Rohit Sharma) শর্মা ও যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) দৌলতে ৮০ রান তুলেছে। অভিষেক টেস্টেই ছাপ রেখেছেন যশস্বী। ৭৩ বলে ৪০ রানে তিনি অপরাজিত আছেন। হাঁকিয়েছেন হাফ ডজন চার। অন্যদিকে রোহিত ৬৫ বলে ৩০ রানে অপরাজিত আছেন। যশস্বীর সঙ্গেই ডমিনিকায় টেস্ট অভিষেক হয়েছে সীমিত ওভারের ক্রিকেটের পরিচিত মুখ ঈশান কিশানের (Ishan Kishan)। 

উইকেটের পিছনে দাঁড়িয়ে গ্লাভস হাতে মাতিয়েছেন ঈশান। কেএস ভারতের জায়গায় তাঁকে দেওয়া হয়েছে সুযোগ। ঈশান হতাশ করেননি নির্বাচকদের। পটনার বছরের ২৪ বছরের ক্রিকেটার দু’টি ক্যাচও নিয়েছেন। শুধু ভালো কিপিংয়েই ঈশান খবরে আসেননি। স্টাম্প-মাইকে তাঁর কীর্তিকলাপও এসেছে চর্চায়। কখনও বিরাট কোহলিকে নির্দেশ দিয়েছেন ঈশান। তো কখনও উইন্ডিজ ব্য়াটারকে করেছেন স্লেজিং! এই প্রতিবেদনে সেই ভিডিয়ো জুড়ে দেওয়া হল। দেখে নিন এক ক্লিকে।

আরও পড়ুন: WI vs IND | Yashasvi Jaiswal: দ্বীপপুঞ্জের দেশে নতুন তারার উদয়! অভিষেকেই ছাপ তরুণ ভারতীয়র

ভারত-ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্ট শুরু প্রথম টেস্ট শেষের চারদিন পর থেকে। ২০-২৪ জুলাই ত্রিনিদাদের কুইন’স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ ডিসাইডার ম্যাচই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট। টেস্ট সিরিজ শেষ হলেই তিন ম্য়াচের ওয়ানডে সিরিজ শুরু। প্রথম ম্যাচ ২৭ জুলাই, বার্বাডোজের কেনসিংটন ওভালে। দ্বিতীয় ওয়ানডে ২৯ জুলাই, এই কেনসিংটন ওভালেই। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডে ম্যাচ ১ অগাস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে।

ভারতের টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, যশস্বী জয়সওয়াল, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকট এবং নবদীপ সাইনি।

প্রথম টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজের দল: ক্রেগ ব্রেথওয়েট (অধিনায়ক), জারমেইন ব্ল্যাকউড, অ্যালিক অ্যাথানজে, টেগনারিন চন্দ্রপাল, রহিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কির্ক ম্যাকেনজি, রেমন রেইফার, কেমার রোচ, জোমেল ওয়ারিকান।

আরও পড়ুন: NatWest Trophy 2002: মহারাজের ‘নব্য ভারত’-এর মাইলস্টোন! বর্ষপূর্তিতে নস্ট্যালজিক ন্যাটওয়েস্ট নায়ক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)