বিজেপির প্রার্থী হওয়ার ‘শাস্তি’, জ্বালিয়ে দেওয়া হল বাড়ি-দোকান, কাঠগড়ায় TMC

ভোটের আগে থেকেই ভয়াবহ হিংসা বাংলা জুড়ে। এরপর ভোটের দিনও ভয়াবহ হিংসা। রক্তারক্তি। খুনোখুনি। তবে শেষ পর্যন্ত সিংহভাগ পঞ্চায়েতে জিতে গিয়েছে বিজেপি। তবে এরপরেও রেহাই নেই বিজেপি প্রার্থীদের। এবার নতুন ছক। অভিযোগ বিজেপির নেতা কর্মীদের। হাওড়ার আমতায় রাতের অন্ধকারে দুই বিজেপি প্রার্থীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, বাড়ির সকলকে জীবন্ত পুড়িয়ে খুন করার ছক কষেছিল তৃণমূল। তবে এই অভিযোগ মানতে চাননি তৃণমূল নেতৃত্ব। 

বিজেপি নেতৃত্বের দাবি, বাড়ির সকলে ঘুমিয়ে ছিলেন। সেই সময় আচমকাই আগুন ধরিয়ে দেওয়া হয়। এমনকী দোকানেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আমতা বিধানসভার জয়পুর থানার দক্ষিণ কাঁকরোল গ্রামের ঘটনা। সূত্রের খবর, সেখানকার বিজেপি প্রার্থী ঝুমা রায়। সংবাদ মাধ্য়মের কাছে তাঁর অভিযোগ শুক্রবার রাতে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের দাবি, পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একেবারে নারকীয় ঘটনা ঘটিয়েছে তারা। বিরোধী দলের প্রার্থী হলে কীভাবে অত্যাচার করা হতে পারে তার সর্বোচ্চ সীমায় গিয়েছে তৃণমূল। 

স্থানীয় সূত্রে খবর, ৬টি ঘর ও দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাতের দিকের ঘটনা। এতে প্রাণহানিও হতে পারত। কিন্তু অল্পের জন্য পরিবারের সদস্যরা বেঁচে গিয়েছেন। তাদের একটি মুদিখানা দোকান ছিল। সেই দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আতঙ্কে বিজেপি প্রার্থীরা, নেতা কর্মীরা ঘরছাড়া অবস্থায় বিজেপির পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। কোচবিহার, বালুরঘাটে একই ছবি। অনেকেই আতঙ্কে বাড়ি ফিরতে পারছেন না। তাদের দোষ একটাই তারা পশ্চিমবঙ্গে বিরোধী দলের হয়ে প্রচার করেছিলেন। গোটা পরিবার নিয়ে তাঁরা পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন। সেখানেই তাদের খাওয়া দাওয়া হচ্ছে। রাতেও থাকছেন পার্টি অফিসেই। কবে তারা নিরাপদে বাড়ি ফিরবেন সেটাও অনিশ্চিত। এসবের মধ্য়েই হাওড়ার আমতায় বিজেপি প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ।