Ishan Kishan: বিপক্ষের ১১ নম্বরের সঙ্গে রাহানের তুলনা! স্টাম্প-মাইকে ভাইরাল ঈশানের কথোপকথন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই, রোহিত শর্মারা (Rohit Sharma) তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়ছেন (ICC World Test Championship 2023-2025)। ডমিনিকায় প্রথম টেস্ট দাপটের সঙ্গে জিতেছে ভারত। তিন দিনের মধ্যে খেলা শেষ করে দিয়েছেন রোহিতরা। ইনিংস ও ১৪১ রানে ক্রেগ ব্রেথওয়েটদের হারিয়ে ডব্লিউটিসি সাইকেলের শুভারম্ভ করেছে দল। যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সঙ্গেই ডমিনিকায় টেস্ট অভিষেক হয়েছে সীমিত ওভারের ক্রিকেটে পরিচিত মুখ ঈশান কিশানের (Ishan Kishan)। 

আরও পড়ুন: WATCH | Ishan Kishan: কোহলিকে নির্দেশ, উইন্ডিজ ব্যাটারকে স্লেজিং, স্টাম্প-মাইকে শুনুন ঈশানকে!

উইকেটের পিছনে দাঁড়িয়ে গ্লাভস হাতে মাতিয়েছেন ঈশান। কেএস ভারতের জায়গায় তাঁকে দেওয়া হয়েছে সুযোগ। ঈশান হতাশ করেননি নির্বাচকদের। পটনার বছরের ২৪ বছরের ক্রিকেটার ভালো ক্যাচও নিয়েছেন। শুধু ভালো কিপিংয়েই ঈশান খবরে আসেননি। স্টাম্প-মাইকে তাঁর কীর্তিকলাপও এসেছে চর্চায়। কখনও বিরাট কোহলিকে নির্দেশ দিয়েছেন ঈশান। তো কখনও রোহিত শর্মাকে দিয়েছেন পরামর্শ। আবার কখনও শুভমন গিলকে করেছেন সতর্ক। 

ক্যাপ্টেন রোহিতকে যিনি পরামর্শ দিতে পারেন, তাঁর কাছে সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানেকে ট্রোল করাও কোনও ব্যাপার নয়। উইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ১১ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বোলার জোমেন ওয়ারিকান। ১৪ মিনিট ক্রিজে থেকে ১৮ বলে করেন ১৮ রান। তিনটি চারও হাঁকান তিনি। ওয়ারিকান আর অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান। ঘটনাচক্রে রাহানে ১১ বলে ৩ রান করে আউট হয়েছেন ডমিনিকা টেস্টে। এই কথা মনে করিয়ে দিয়ে ঈশান বলেন, ‘আপনার থেকে এ বেশি বল খেলে দিল।’ স্টাম্প-মাইকে ভাইরাল হয়ে গেল ঈশানের কথোপকথন।

ঈশান এই টেস্টে ২০ বল খেলে ১ রানে অপরাজিত ছিলেন। ঈশান এই একটি রান পাওয়ার পরেই রোহিত ইনিংস ডিক্লেয়ার করেছিলেন। এই প্রসঙ্গে ম্যাচের পর রোহিত বলেন, ‘ডিক্লেয়ার করার আগে আমি দলকে বলেছিলাম যে, আমাদের আর এক বা তার বেশি কিছু ওভার আছে হাতে। আমি চেয়েছিলাম ঈশান কিশান রান করুক। কারণ ২০ বল খেলে রান করতে পারেনি। আমি চেয়েছিলাম ও টেস্ট ক্রিকেটে প্রথম রানের স্বাদ পাক। তারপরেই ডিক্লেয়ার করা যাবে। আমি বুঝি প্রথম টেস্ট খেলতে কী রকম স্নায়ুর প্রয়োজন হয়। ঈশান আগের দিন থেকে রানের অপেক্ষায় ছিল। আমি চেয়েছিলাম ও দ্রুত রান করুক আমাদের ডিক্লেয়ার করার আগে।’২০-২৪ জুলাই ত্রিনিদাদের কুইন’স পার্ক ওভালে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ ডিসাইডার ম্যাচই হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ঐতিহাসিক ১০০ তম টেস্ট।

আরও পড়ুন: Yashasvi Jaiswal | WI vs IND: ‘কখনও প্যানিক করল না’! অভিষেকেই ইতিহাস তরুণের, মোহিত অধিনায়ক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)