কে কত ভোট পেলেন?

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫৯ শতাংশ। এ নির্বাচনে তিন লাখ ২৫ হাজার ২০৫ ভোটারের মধ্যে ৩৭ হাজার ৪২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হয়েছে ৩৮৩ ভোট। কাগুজে ব্যালটে অনুষ্ঠিত এ ভোটে আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত) ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আলোচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

মোহাম্মদ এ আরাফাত পেয়েছেন মোট কাস্টিং ভোটের ৭৭ শতাংশ। হিরো আলম পেয়েছেন ১৪ দশমিক ৯৯ শতাংশ।

নির্বাচনে এই দুই প্রার্থী ছাড়া অন্য সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনি আইন অনুযায়ী মোট কাস্টিং ভোটের এক-অষ্টমাংশের (সাড়ে ১২ শতাংশ) কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

নির্বাচনে কাস্টিং ভোটের মধ্যে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান পেয়েছেন এক হাজার ৩২৮ ভোট (৩ দশমিক ৫৬ শতাংশ), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান ৯২৩ ভোট (২দশমিক ৪৭ শতাংশ), তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ২০২ ভোট (শূন্য দশমিক ৫৪ শতাংশ), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ৪৩ ভোট (শূন্য দশমিক ১১ শতাংশ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকতার হোসেন ৬৩ ভোট (শূন্য দশমিক ১৭ শতাংশ) এবং স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞা ৫২ ভোট (শূন্য দশমিক ১৪ শতাংশ)।