‘‌বেটি বাঁচাও স্লোগান দিয়ে বেটিদের জ্বালানো হচ্ছে’‌, শহিদ সমাবেশ থেকে আক্রমণ মমতার

আজ ২১ জুলাই। তৃণমূল কংগ্রেসের মেগা ইভিন্ট ‘‌শহিদ দিবস’‌। তার জেরে উত্তর থেকে দক্ষিণ কলকাতা এবং কোচবিহার থেকে কাকদ্বীপ—আজ, শুক্রবার বাংলার সব রাস্তা এসে মিশছে মধ্য কলকাতার ধর্মতলায়। শুক্রবার যখন ধর্মতলা সভাস্থল মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ তখন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণিপুরের ঘটনা নিয়ে তিনি সোচ্চার হয়েছেন। আর এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন।

আজকের সভাস্থল থেকে নানা বিষয়ে বক্তব্য রেখেছেন তৃণমূল সুপ্রিমো। তার মধ্যে মণিপুর নিয়ে তিনি বাড়তি সরব হন। কারণ এখানে তিনি ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে ছিলেন। আর আজ মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুরের ঘটনা নিয়ে বিজেপি সরকারকে তোপ দেগে বলেন, ‘‌২০২৪ সালে নতুন ইন্ডিয়ার জন্ম হবে। বিজেপিকে কেন্দ্র থেকে সরিয়ে দেবেন সাধারণ মানুষ। মণিপুরের মহিলাদের যেভাবে অত্যাচার করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। বিজেপি সরকারের লজ্জা করা উচিত। আমি মণিপুরের মহিলাদের উদ্দেশে বলব, তোমরা চিন্তা করো না, ভয় পেও না। আমরা তোমাদের পাশে আছি। তোমাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’‌

দু’‌দিন আগেই মণিপুরে যে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে দু’‌জন মহিলারে গণধর্ষণ করে রাস্তায় ঘোরানো হয় বলে অভিযোগ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। গোটা দেশে এই ঘটনা নিয়ে আগুন জ্বলছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌ইন্ডিয়া লড়বে। পাশে সৈনিকের মতো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে তৃণমূল কংগ্রেস। ইন্ডিয়াকে জিততে হবে। বিজেপি হারলে ভারত জিতবে। এবার চিফ মিনিস্টারদের টিম মণিপুরে যাবে। আমরা জাতিদাঙ্গা চাই না। আমরা শান্তি চাই। এদিকে বেটি বাঁচাও স্লোগান দিচ্ছেন আপনারা, আর বেটিদের জ্বালানো হচ্ছে। মণিপুর জ্বলছে। বিলকিস বানোর ঘটনায় অভিযুক্তদের মুক্তি দিয়েছেন। মহিলারা আমাদের মা, আম্মা, বেটি, বোন। তাদের এরকম অসম্মান করা হচ্ছে।’‌

আরও পড়ুন:‌ ‘‌বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করুন’‌, শহিদ দিবস থেকে নির্দেশ অভিষেকের

আর কী বললেন মুখ্যমন্ত্রী?‌ মণিপুরের ঘটনায় বিজেপি সরকারকে গদিচ্যুত করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘‌বিজেপিকে গদিচ্যুত করবে মহিলারাই। আপনাদের বলে রাখি, এই মহিলারাই আপনাদের উৎখাত করবেন। মহিলার কালী, দুর্গার রূপ। সকল মা–বোনেদের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলায় কিছু একটা ঘটলেই কেন্দ্রীয় দল পাঠাচ্ছে। অথচ মনিপুরের ঘটনায় মন কাঁদে না মোদীজির। ঘরে ঘরে একটাই ডাক মোদী যাক। মুখ্যমন্ত্রীদের নিয়ে দল গঠন করে মনিপুর যাব। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা হয়েছে।’‌