Bangla Jokes Collection: সপ্তাহ তো প্রায় শেষ! আজ না হাসলে, কবে হাসবেন? পড়ুন দিনের সেরা ৫ জোকস

১। দুই কয়েদি পালিয়েছে জেল থেকে। আবার যখন তাদের আটক করা হলো, কারারক্ষক প্রশ্ন করলেন, ‘তোমরা জেল থেকে পালিয়েছিলে কেন?’

প্রথম কয়েদি: কারণ, জেলখানার খাবার খুবই জঘন্য। খাওয়া যায় না।

কারারক্ষক: কিন্তু তোমরা জেলের তালা ভাঙলে কী দিয়ে?

দ্বিতীয় কয়েদি: সকালের জলখাবারের রুটি দিয়ে!

(আরও পড়ুন: হাসির কোনও লিমিট নেই! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, হাসতে হাসতে লুটিয়ে পড়ুন)

২। রমা আর রিনার মধ্যে কথা হচ্ছে।

রমা: গতকাল রাতটা কেমন কেটেছে বলো তো?

রিনা: খুবই বাজে। আমার স্বামী অনেক রাতে অফিস থেকে ফিরেছে। রাতের খাবার খেয়েই ঘুমিয়ে গিয়েছে। আর তোমার?

রমা: দারুণ! স্বামী অফিস থেকে ফেরার পর আমরা বাইরে খেতে গেলাম। রাস্তায় বেশ কিছু ক্ষণ হেঁটেছি। এমনকী বাড়ি ফিরে ঘরে মোমবাতি জ্বালিয়ে দু’জন মুখোমুখি বসে গল্প করছিলাম।

 

ঠিক সেই সময় কথা হচ্ছিল রমা আর রিনার স্বামীদের মধ্যে।

রমার স্বামী: গতকাল রাতটা কেমন কেটেছে তোমার?

রিনার স্বামী: দারুণ। বাড়ি ফিরেছি আর ঘুমিয়েছি। তোমার?

রমার স্বামী: জঘন্য। বাড়ি ফিরে দেখি লোডশেডিং চলছে। বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে বাইরে খেতে গেলাম। দেখি খাবারের এত দাম, খাওয়া হলো না। রাস্তায় বিশাল জ্যাম, তাই হেঁটেই বাড়ি ফিরতে হলো। তখনও লোডশেডিং চলছে। গরমে ঘুমও আসে না। বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে দু’জন বোকার মতো বসেছিলাম।

(আরও পড়ুন: হাসতে কোনও বারণ নেই! প্রাণভরে হাসুন এখনই, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৩। এক মহিলা তাঁর একটা পোর্ট্রেট আঁকতে দিলেন এক শিল্পীকে। বললেন, ‘আমার ছবিটায় গলায় খুব দামি কিছু গয়না এঁকে দেবেন।’

শিল্পী: কেন?

মহিলা: আমার মৃত্যু হলে আমার স্বামী যদি আবার বিয়ে করে, তখন তার দ্বিতীয় স্ত্রী যেন এ ছবি দেখে গয়নাটা কোথায় জিজ্ঞাসা করে ওর জীবন বরবাদ করে দেয়।

(আরও পড়ুন: ওরে বাবা, কী প্রচণ্ড হাসি পাচ্ছে! আপনিও হাসতে চান? পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৪। পরিচালক: আপাতত আপনাকে কোনও রোল দিতে পারছি না। আমাদের যখন কোনও বয়স্ক চরিত্রাভিনেত্রীর দরকার হবে, তখন আপনাকে আমরা ডাকব।

অভিনেতা : আমি তো বয়স্ক নই, তরুণ।

পরিচালক: আমাদের ডাক যখন পড়বে তখন আপনি বয়স্ক হয়ে যাবেন।

(আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই পড়ে নিন দিনের সেরা ৫ জোকস! আনন্দে কাটুক গোটা দিন)

৫। চিকিৎসক: আমি যেমন বলেছিলাম আপনি কি তেমন করেছিলেন? রাতে জানালা খুলে শুয়েছিলেন কি?

রোগী: আজ্ঞে

চিকিৎসক: আপনার ঠান্ডা লাগার ধাত কি গেছে?

রোগী: না গেছে আমার ঘড়ি আর মানিব্যাগ।