‘Halal’ tea viral video: শ্রাবণ মাসে ট্রেনে ‘হালাল’ চা? হইচই যাত্রীর, রেলকর্মী বললেন যে ‘চা নিরামিষ হয়’

‘হালাল সার্টিফায়েড’ লেখা চায়ের প্যাকেট দেওয়া নিয়ে হুলুস্থুলু বেঁধে গেল ট্রেনে। রেলকর্মীর সঙ্গে এক ব্যক্তির তর্কাতর্কির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। যে ভিডিয়োয় তিতিবিরক্ত যাত্রীকে বলতে শোনা যায় যে শ্রাবণ মাসে কেন ‘হালাল সার্টিফায়েড’ লেখা চা দেওয়া হচ্ছে ট্রেনে? ওই রেলকর্মী আশ্বস্ত করে বলেন যে চা তো নিরামিষই হয়। চা আমিষ হয় না। তারপর কিছুটা শান্ত হন ওই যাত্রী। তবে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ সরব হয়েছেন। কেন চায়ের প্যাকেটে ‘হালাল সার্টিফায়েড’ লেখা থাকবে? কেউ কেউ আবার ওই ভিডিয়োয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রেল মন্ত্রক এবং প্রধানমন্ত্রী কার্যালয়কেও ট্যাগ করে দিয়েছেন।

আরও পড়ুন: Kavach: এবার দিল্লি-হাওড়া রেলপথেও কবচ সিস্টেম, ডাকা হয়েছে টেন্ডার, আর কোন রুটে? জানালেন রেলমন্ত্রী

এমনিতে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়েছে, তা স্পষ্টভাবে বোঝা যায়নি। এবারের শ্রাবণ মাসে (হিন্দি বলয়ে ৫৯ দিনের শ্রাবণ মাস, বাংলা পঞ্জিকা অনুযায়ী ৩২ দিনের শ্রাবণ মাস) সেই ঘটনা ঘটেছে কিনা, সেটাও স্পষ্ট নয়। তবে ওই ভিডিয়োয় চলন্ত ট্রেনের আসন দেখে মনে হয়েছে যে ওটা কোনও বন্দে ভারত এক্সপ্রেসে তোলা হয়েছে। তা কোন রুটের অবশ্য বোঝা যায়নি। আর সেই ভিডিয়ো দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে যে নিজেই ভিডিয়ো করেছেন ওই তিতিবিরক্ত যাত্রী।

আরও পড়ুন: Economy meals: জেনারেল কামরার যাত্রীদের জন্য এবার ২০ টাকায় খাবার, স্বস্তি দেবে রেল

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় ওই যাত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘শ্রাবণ মাস চলছে। আর আপনি আমায় হালাল সার্টিফায়েড চা দিচ্ছেন?’ সেই চায়ের প্যাকেট খতিয়ে দেখে ওই রেলকর্মী বলেন, ‘এটা কী?’ পালটা ওই যাত্রী বলেন, ‘আপনি জানেন। হালাল সার্টিফায়েড বিষয়টা কী? আমাদের এটা জানা দরকার। আমরা আইএসআই সার্টিফিকেটের বিষয়ে জানি। কিন্তু হালাল সার্টিফিকেটের বিষয়টা কী, তা ব্যাখ্যা করে দিন।’ ওই রেলকর্মী বলেন, ‘এটা মশালা চা। আমায় ব্যাপারটা খোলসা করত দিন। এটা ১০০ শতাংশ নিরামিষ চা।’

সেই ব্যাখ্যায় অবশ্য সন্তুষ্ট হননি ওই যাত্রী। তিনি বলেন, ‘কিন্তু হালাল সার্টিফায়েডটা কী? এটার পর তো আমায় পুজো করতে হবে।’ ওই রেলকর্মী বলেন, ‘আপনি কি ভিডিয়ো করছেন? ১০০ শতাংশ নিরামিষ। চায় তো নিরামিষই হয়।’ তাতে ওই যাত্রী বলতে থাকেন, ‘আমি কোনও ধর্মীয় শংসাপত্র চাই না। দয়া করে এটা মাথায় রাখুন। তাহলে সাত্ত্বিক সার্টিফিকেটও দিয়ে রাখুন।’ তাতে ওই রেলকর্মী বলেন, ‘ঠিক আছে। বিষয়টা মাথায় রাখব।’

ওই ভিডিয়ো ভাইরাল হয়ে যাওয়ার পর নেটিজেনরা বিভিন্নরকম মত প্রকাশ করেছেন। নেটিজেনদের একাংশের মতে, ওই রেলকর্মী যেভাবে মাথা ঠান্ডা রেখেছেন, যেভাবে মেজাজ হারিয়ে ফেলেননি, অনেকেই সেটার প্রশংসা করেছেন। অনেকের আবার বক্তব্য, কেন চায়ে ‘হালাল সার্টিফায়েড’ লেখা থাকবে?