ডাস্টবিন নির্মাণে উদ্যোগী প্রবাসীকে মেয়রের মারধর

নিজ উদ্যোগে ডাস্টবিন নির্মাণকে কেন্দ্র করে এক প্রবাসীকে মারধর করার অভিযোগ উঠেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বিরুদ্ধে।  এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় ওই পৌর মেয়রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর ভাই। 

স্থানীয় সূত্র জানায়, রবিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে মিরকাদিম পৌরসভার দক্ষিণ রামগোপালপুর এলাকায় ফ্রান্স প্রবাসী মাহবুবুর রহমান কাজলকে (৪৮) মারধর করার এ ঘটনা ঘটে। পরে আহত ওই প্রবাসী মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

এ ঘটনায় প্রবাসীর ছোট ভাই তাইফুর রহমান শান্ত মুন্সীগঞ্জ সদর থানায় পৌর মেয়রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, দক্ষিণ রামগোপালপুর এলাকার মর্নিংবার্ড চাইল্ড স্কুলের উল্টো পাশে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন নির্মাণের উদ্যোগ নেন প্রবাসী কাজল। মিরকাদিম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওলাদ হোসেন তাকে ডাস্টবিন নির্মাণের জন্য নির্ধারিত জায়গা দেখিয়ে দেন। রবিবার সকালে কয়েকজন শ্রমিক নিয়ে ওই প্রবাসী ডাস্টবিন নির্মাণ করতে গেলে খবর পেয়ে সেখানে ১০-১২ জন লোক নিয়ে এসে কাজে বাধা দেন পৌর মেয়র। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রবাসীকে এলোপাতাড়ি কিলঘুষি, লাথি মারে ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী মাহবুবুর রহমান কাজল বলেন, আমি ফ্রান্সে থাকি। ২০ দিন আগে দেশেেএসেছি। আমাদের বাড়ির সামনে একটি স্কুল আছে। এলাকাবাসীসহ স্কুলের ছাত্র -ছাত্রীরা এই ময়লার জন্য থাকতে পারে না। নিজ খরচে বাড়ির ও স্কুল থেকে একটু দূরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওলাদ হাসেন আমাকে ডাস্টবিন নির্মাণ করতে জায়গা নির্ধারণ করে দেন। সেখানে ডাস্টবিন নির্মাণ করতে গেলে মেয়র এসে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তখন আমি ফেসবুক লাইভে ছিলাম তারপর আমাকে মেয়র মারধর করেন। পরে আমি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মেয়রকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করি। এই ঘটনার বিচার দাবি করছি।

এ বিষয়ে মিরকাদিম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আওলাদ হোসেন বলেন, কাজলকে আমি ডাস্টবিন নির্মাণ করতে জায়গা নির্ধারণ করে দিয়েছিলাম। আমি তাকে এলাকাবাসীর সঙ্গে কথা বলে কাজ করতে বলেছি। আমি পৌর মেয়রকে না জানিয়ে জায়গা নির্ধারণ করেছি।

তবে আজকের ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না বলে জানান তিনি।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি তারিকুজ্জামান বলেন, অভিযোগের কথা শুনেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের সঙ্গে যোগাযোগের জন্য তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারে একাধিকবার কল করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।