মস্কোয় ড্রোন হামলাকে কিয়েভের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলছে রাশিয়া

রাশিয়ার মস্কোয় ড্রোন হামলায় ইউক্রেনকে দুষছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। একে সন্ত্রাসী হামলা বর্ণনা করে স্থানীয় মেয়র বলেন, দুইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশেই ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

মেয়র সার্জেই সবিয়ানিন তার টেলিগ্রাম বার্তায় আরও বলেছেন, ভোর ৪ টার দিকে দুটি আবাসিক নয় এমন ভবনে হামলা হয়। যদি এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে জানা গেছে, কমসোমলস্কি সড়কের কাছের একটি বহুতল ভবনের পাশে ড্রোনের কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। এটি মস্কোর দিকে যাচ্ছিল।

লিখাচেভের বাসিন্দা পোলিনা বলেন, আমি ঘুমিয়ে ছিলাম, বিস্ফোরণের শব্দে জেগে যাই। বুঝতে পারলাম সবকিছু কাঁপছে।

এদিকে রবিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী ওডেসায় হামলা চালায় রাশিয়া। এই হামলায় ইউক্রেনের ঐতিহাসিক অর্থোডক্স ক্যাথেড্রাল ভয়াবহ ক্ষতিগ্রস্ত  হয়। এ ঘটনায় নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো।